www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একরাশ ভালোবাসার জন্য

একরাশ ভালোবাসার জন্য
একগুচ্ছ গোলাপের জন্য
আমি ফেরি করি আর ঘুরি
পাই যেনো ভালোবাসা পন্য ।


যাদের ভালোবাসা আমি চাই
সেটা বারবার পাই আর হারাই
শব্দের গাঁথুনিতে তা আমি পাই
হই যেনো সবার সাথে গন্য ।


সাধনার কপোট খুলে যাই
মমতার দৃঢ় বন্ধন চাই
ভালোবাসার ফটক অবারিত তাই
ধন্য আমি তাই হই ধন্য ।


অভিনন্দিত হই সিক্ত রই
সাড়া পড়ে যায় দিকে দিকে ওই
শুরু হয়ে যায় আনন্দে হৈ চৈ
এমনটি হয় একটু ভালোবাসার জন্য ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast