ভার্চুয়াল রিলেশন
ভার্চুয়াল রিলেশন
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
রুপে অপরূপ সুন্দর বাচনভঙ্গি
দেখতেও যেমন ফিটফাট,
কথা যা বলে স্পষ্ট শব্দ ব্যবহারে
সবই তেমন ঠিকঠাক।
ধীরে ধীরে ঠান্ডা নরম নরম স্বরে
সবাই সহজে বুঝতে পারে,
মানুষের প্রতি ভালবাসা তাদের
এ কাজে উদ্বুদ্ধ করে।
অপ্রতিম ভালবাসা দেশের প্রতি
সবাইকে কাছে টানে,
দেশের দুর্দশা দেখে ব্যথিত করে
গভীর মমতা প্রাণে।
বিদেশে বাস যার ভালবাসা তার
দেশের জন্য বাড়ে ,
দায়িত্ববোধের সীমানায় সেতো
সবার মন কাড়ে।
মুক্তার মত দন্তে হাসিমাখা মুখে
সবাইকে মাতিয়ে রাখে,
মনের মাধুরীতে লুকানো বার্তা
সহজে পৌঁছাতে থাকে।
ইউটিউবে আর ফেসবুক লাইভে
বিশেষজ্ঞদের এনে,
পরামর্শ নিতে করণীয় সম্পর্কে
জানতে চায় ক্ষণে ক্ষণে।
কেউবা আবার লাইভে এসে
গানে গানে সুর,
গেয়ে গেয়ে বলে যায় থাকতে
পাপ হতে দূর।
স্বাগত সুস্বাগত জানাই সবাইকে
এভাবে চলতে থাকুক,
আরো খেদমত পেয়ে মানুষগুলো
তাদের হৃদয়ে রাখুক।
এভাবে কত জন কত ভাই
সত্যের আহ্বায়ক,
পরিতৃপ্ত মননে এরা জাতীয়
চেতনার মহাসড়ক।
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
রুপে অপরূপ সুন্দর বাচনভঙ্গি
দেখতেও যেমন ফিটফাট,
কথা যা বলে স্পষ্ট শব্দ ব্যবহারে
সবই তেমন ঠিকঠাক।
ধীরে ধীরে ঠান্ডা নরম নরম স্বরে
সবাই সহজে বুঝতে পারে,
মানুষের প্রতি ভালবাসা তাদের
এ কাজে উদ্বুদ্ধ করে।
অপ্রতিম ভালবাসা দেশের প্রতি
সবাইকে কাছে টানে,
দেশের দুর্দশা দেখে ব্যথিত করে
গভীর মমতা প্রাণে।
বিদেশে বাস যার ভালবাসা তার
দেশের জন্য বাড়ে ,
দায়িত্ববোধের সীমানায় সেতো
সবার মন কাড়ে।
মুক্তার মত দন্তে হাসিমাখা মুখে
সবাইকে মাতিয়ে রাখে,
মনের মাধুরীতে লুকানো বার্তা
সহজে পৌঁছাতে থাকে।
ইউটিউবে আর ফেসবুক লাইভে
বিশেষজ্ঞদের এনে,
পরামর্শ নিতে করণীয় সম্পর্কে
জানতে চায় ক্ষণে ক্ষণে।
কেউবা আবার লাইভে এসে
গানে গানে সুর,
গেয়ে গেয়ে বলে যায় থাকতে
পাপ হতে দূর।
স্বাগত সুস্বাগত জানাই সবাইকে
এভাবে চলতে থাকুক,
আরো খেদমত পেয়ে মানুষগুলো
তাদের হৃদয়ে রাখুক।
এভাবে কত জন কত ভাই
সত্যের আহ্বায়ক,
পরিতৃপ্ত মননে এরা জাতীয়
চেতনার মহাসড়ক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/০৩/২০২২চমৎকার বিষয়বস্তুর অসাধারণ প্রকাশ।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৫/০৩/২০২২এক অনন্য কবিতা। ভাল থাকুন সব সময়
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৩/২০২২চমৎকার
-
মোঃজাকিরুল চৌধুরী ০৪/০৩/২০২২চমৎকার লিখেছেন কবি
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২২সুস্নিগ্ধ নির্মল উপস্থাপন
-
অভিজিৎ হালদার ০৩/০৩/২০২২Valo
-
সত্যম কুন্ডু ০৩/০৩/২০২২অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৩/২০২২অভিনব সুন্দর লেখনী