বিদায় বেলায়
বিদায় বেলায় মোরে করিও দোয়া
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....
কত দিন কত সময় কাটিয়েছি সবার মাঝে
সেই স্মৃতি পড়ে রবে সকাল সাঁঝে,
আমিও তো মুছে যাব স্মৃতি থেকে
শামিল রাখিও মোরে তোমাদের দোয়ায়....
ছিল কত আদর মমতায় ঘেরা জীবন আমার
কখনো দেখা হবে না তোমাদের সাথে আর,
সকলেরই হবে সেই একই ঠিকানা
ভালোটুকু করে যাও জীবনের এই মেলায়....
চিরদিন এ জগতে থাকার নেই তো উপায়
জানাযা দিয়ে নিয়ে যাবে কবরে হায়!
আমি তো রবো নিরব নিথর খাটিয়ায়
তোমাদের আপন ভেবে রাখিও হৃদয়ে আমায়....
ছিল কত ভুল ত্রুটি আচরণে কিংবা কথায়
নিজ গুণে ক্ষমা করে দিও তোমরা আমায়
অবিচল থাকতে পারি প্রশ্নের সময়
সেই মহামসিবতে প্রভুর দয়া যেন হয় সহায়....
বিদায় বেলায় মোরে করিও দোয়া
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....
কল্যাণপুর,ঢাকা।
২৩.১২.২০২১
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....
কত দিন কত সময় কাটিয়েছি সবার মাঝে
সেই স্মৃতি পড়ে রবে সকাল সাঁঝে,
আমিও তো মুছে যাব স্মৃতি থেকে
শামিল রাখিও মোরে তোমাদের দোয়ায়....
ছিল কত আদর মমতায় ঘেরা জীবন আমার
কখনো দেখা হবে না তোমাদের সাথে আর,
সকলেরই হবে সেই একই ঠিকানা
ভালোটুকু করে যাও জীবনের এই মেলায়....
চিরদিন এ জগতে থাকার নেই তো উপায়
জানাযা দিয়ে নিয়ে যাবে কবরে হায়!
আমি তো রবো নিরব নিথর খাটিয়ায়
তোমাদের আপন ভেবে রাখিও হৃদয়ে আমায়....
ছিল কত ভুল ত্রুটি আচরণে কিংবা কথায়
নিজ গুণে ক্ষমা করে দিও তোমরা আমায়
অবিচল থাকতে পারি প্রশ্নের সময়
সেই মহামসিবতে প্রভুর দয়া যেন হয় সহায়....
বিদায় বেলায় মোরে করিও দোয়া
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....
কল্যাণপুর,ঢাকা।
২৩.১২.২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০১/০৩/২০২২চমৎকার কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০২/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ২৮/০২/২০২২অভিনবত্বে চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০২/২০২২চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০২/২০২২সুন্দর লেখা
-
ফয়জুল মহী ২৭/০২/২০২২এমন ছোট করে লেখনী অনেক বড় কিছু প্রকাশ দিয়েছে,ধন্যবাদ আপনাকে কবি ।
-
আব্দুর রহমান আনসারী ২৭/০২/২০২২অপূর্ব