আমি কবি নই
আমি কবি নই
আমি কবি নই কবিতাকে ভালোবাসি
তাই তো কবি ও কবিতার কাছে আসি।
কবিতা হলো সমাজ বিনির্মাণের সহায়ক
পরিপাটি সৌন্দর্যের বিকাশমান বিধায়ক।
শব্দ চাষের অভয়ারণ্য কবিতার মাঠ
দোলা দেয় অন্তর কাননে কাব্য পাঠ।
সমাজ রাস্ট্র সংস্কারে প্রোন্নত কবিতা বিপ্লব
কবির চিন্তাধারায় অঙ্কিত হয় কবিতা পরিপ্লব।
কবি ও পাঠক কবিতার প্রেমে একাকার
ঐক্য গড়ে প্রতিবাদের ঝড় তুলে অনন্ত দুর্বার।
কবি হওয়া নয়কো সোজা কঠিন এক সাধনা
নিয়ম কানুন জানা তাহাই মানা কবির কামনা।
প্রকৃতি ও মানব প্রেমিক যদি হন একজন কবি
সুখ দুখ ও সৌন্দর্যের তিনি নিত্য আঁকেন ছবি।
কবি হন কর্মী কাজের প্রতি রয় ভালোবাসা
হতাশ হৃদয়ে জাগায় শুধু সাহস আর আশা।
মনন করে অনুরণন কয় মানবতার কথা
সতত ঘটে অঘটন যখন যেখানে হয় যা তা।
আমি কবি নই কবিতাকে ভালোবাসি
তাই তো কবি ও কবিতার কাছে আসি।
কবিতার অলংকার হোক মানব কল্যাণের আলো
সেই আলো দূরে সরাবে সমাজের আঁধার কালো।
কল্যাণপুর, ঢাকা।
১৬.০১.২০২২
আমি কবি নই কবিতাকে ভালোবাসি
তাই তো কবি ও কবিতার কাছে আসি।
কবিতা হলো সমাজ বিনির্মাণের সহায়ক
পরিপাটি সৌন্দর্যের বিকাশমান বিধায়ক।
শব্দ চাষের অভয়ারণ্য কবিতার মাঠ
দোলা দেয় অন্তর কাননে কাব্য পাঠ।
সমাজ রাস্ট্র সংস্কারে প্রোন্নত কবিতা বিপ্লব
কবির চিন্তাধারায় অঙ্কিত হয় কবিতা পরিপ্লব।
কবি ও পাঠক কবিতার প্রেমে একাকার
ঐক্য গড়ে প্রতিবাদের ঝড় তুলে অনন্ত দুর্বার।
কবি হওয়া নয়কো সোজা কঠিন এক সাধনা
নিয়ম কানুন জানা তাহাই মানা কবির কামনা।
প্রকৃতি ও মানব প্রেমিক যদি হন একজন কবি
সুখ দুখ ও সৌন্দর্যের তিনি নিত্য আঁকেন ছবি।
কবি হন কর্মী কাজের প্রতি রয় ভালোবাসা
হতাশ হৃদয়ে জাগায় শুধু সাহস আর আশা।
মনন করে অনুরণন কয় মানবতার কথা
সতত ঘটে অঘটন যখন যেখানে হয় যা তা।
আমি কবি নই কবিতাকে ভালোবাসি
তাই তো কবি ও কবিতার কাছে আসি।
কবিতার অলংকার হোক মানব কল্যাণের আলো
সেই আলো দূরে সরাবে সমাজের আঁধার কালো।
কল্যাণপুর, ঢাকা।
১৬.০১.২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২বেশ সুন্দর আবেগঘন অনুভূতির স্বচ্ছ প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২২বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০২/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ২৩/০২/২০২২অসাধারণ লিখেছেন
-
অভিজিৎ হালদার ২৩/০২/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে
-
শুভজিৎ বিশ্বাস ২৩/০২/২০২২বাহ্। ভালো লাগলো।