নেই অবকাশ
তিনি জনে জনে ছুটে চলেন, করেন দাওয়াতি কাজ
অবিরাম অবিরত সতত
ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামহীন
অনাড়ম্বর জীবন যাপনের সওগাত নিয়ে
স্বপ্ন একটাই, একটি সুন্দর সমাজ।
চায়, আর কাজ করে যায়,
দিনরাত অহর্নিশ বুদ্ধিটা খাটায়
সূর্যালোকের সাথে সাথে ছুটে চলা
বেখেয়ালী জীবন জীবিকা নিয়ে
সময় সম্পদ ব্যয় করে, প্রাপ্তির আশায়
পুষ্পস্নাত কোমলায় ঘেরা বন্ধুপ্রবণ সমাজ।
বলেন, আর করেন নিয়ম মাফিক
কম নয় বেশি থেকে বেশির অধিক!
শোষণ মুক্ত পরাধিনতা মুক্ত
হিংস্রতা নৃশংসতা মুক্ত
নির্মমতা নিষ্ঠুরতা ও নির্যাতন মুক্ত
নারী শিশু নিপীড়ন নিবারন করতে
জনমত তৈরী করার প্রাণান্তকর চেষ্টা
করেন আর করেন পিছনেও তাকায় না
শুধু একটাই স্বপ্ন! সুখময় সুন্দর সমাজ।
তিনি জেনেছেন এবং ভাল ভাবে বুঝেছেন
এ পথে থেকে কাজ ছাড়া আর কোন মুক্তি নাই
তাই ছুটে চলেন অবিরল, মুক্তিকামী জনতার-
মুক্তির অন্বেষায়, সবার প্রসন্ন মনন যোগাবার।
যাতনায় কাতর ব্যথাতুর ক্ষুধাতুর বুভুক্ষু
বস্ত্রহীন আশ্রয়হীন মানবতার-
কল্যাণ আনয়নে সর্বত্মক চেষ্টা করে যায়,
যাতে সবাই মিলেমিশে একাকার
হয়ে থাকতে পারে-
নিরাপদ নির্ভাবনায় উদ্ভাষিত হর্ষোল্লাসে,
কামনা বাসনা মনোভাবনা একটাই, ইনসাফভিত্তিক সমাজ।
অবিরাম অবিরত সতত
ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামহীন
অনাড়ম্বর জীবন যাপনের সওগাত নিয়ে
স্বপ্ন একটাই, একটি সুন্দর সমাজ।
চায়, আর কাজ করে যায়,
দিনরাত অহর্নিশ বুদ্ধিটা খাটায়
সূর্যালোকের সাথে সাথে ছুটে চলা
বেখেয়ালী জীবন জীবিকা নিয়ে
সময় সম্পদ ব্যয় করে, প্রাপ্তির আশায়
পুষ্পস্নাত কোমলায় ঘেরা বন্ধুপ্রবণ সমাজ।
বলেন, আর করেন নিয়ম মাফিক
কম নয় বেশি থেকে বেশির অধিক!
শোষণ মুক্ত পরাধিনতা মুক্ত
হিংস্রতা নৃশংসতা মুক্ত
নির্মমতা নিষ্ঠুরতা ও নির্যাতন মুক্ত
নারী শিশু নিপীড়ন নিবারন করতে
জনমত তৈরী করার প্রাণান্তকর চেষ্টা
করেন আর করেন পিছনেও তাকায় না
শুধু একটাই স্বপ্ন! সুখময় সুন্দর সমাজ।
তিনি জেনেছেন এবং ভাল ভাবে বুঝেছেন
এ পথে থেকে কাজ ছাড়া আর কোন মুক্তি নাই
তাই ছুটে চলেন অবিরল, মুক্তিকামী জনতার-
মুক্তির অন্বেষায়, সবার প্রসন্ন মনন যোগাবার।
যাতনায় কাতর ব্যথাতুর ক্ষুধাতুর বুভুক্ষু
বস্ত্রহীন আশ্রয়হীন মানবতার-
কল্যাণ আনয়নে সর্বত্মক চেষ্টা করে যায়,
যাতে সবাই মিলেমিশে একাকার
হয়ে থাকতে পারে-
নিরাপদ নির্ভাবনায় উদ্ভাষিত হর্ষোল্লাসে,
কামনা বাসনা মনোভাবনা একটাই, ইনসাফভিত্তিক সমাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২চমৎকার
-
অভিজিৎ হালদার ২০/০২/২০২২সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০২/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।