আল্লাহু আকবার
কোটিজন যেখানে নীরব
একজনই বড় শক্তিশালী
বিশ্বাস যখন নিখাদ থাকে
বিপদে আপদে ডরে না সাহসী
শত বাধার হাতছানি সম্মুখে
সামনে পিছনে ডানে বামে
মনুষ্যরুপি হিংস্র হায়েনা ও
বিষাক্ত দাঁতন আঘাত
ধৈর্যের পরাকাষ্ঠায় পারঙ্গম
তবুও নয় প্রতিঘাত, শুধু প্রতিবাদ
হিজাব পরার অধিকার
ফিরে পেতে মুসলিম নারীর
বারুদের মতো জ্বলে উঠা
মহা এক আন্দোলন,
আল্লাহু আকবার ধ্বনি শক্তিময়
এবং সত্যের অতন্ত্র প্রহরী।
কল্যাণপুর, ঢাকা-১২০৭
০৯-০২-২০২২
একজনই বড় শক্তিশালী
বিশ্বাস যখন নিখাদ থাকে
বিপদে আপদে ডরে না সাহসী
শত বাধার হাতছানি সম্মুখে
সামনে পিছনে ডানে বামে
মনুষ্যরুপি হিংস্র হায়েনা ও
বিষাক্ত দাঁতন আঘাত
ধৈর্যের পরাকাষ্ঠায় পারঙ্গম
তবুও নয় প্রতিঘাত, শুধু প্রতিবাদ
হিজাব পরার অধিকার
ফিরে পেতে মুসলিম নারীর
বারুদের মতো জ্বলে উঠা
মহা এক আন্দোলন,
আল্লাহু আকবার ধ্বনি শক্তিময়
এবং সত্যের অতন্ত্র প্রহরী।
কল্যাণপুর, ঢাকা-১২০৭
০৯-০২-২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২সত্যই অনুপম
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২অনেক ভালো লেগেছে।
অনেক ভালো লেখা। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২২সত্য চিরকাল সুন্দর।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০২/২০২২মোবারকবাদ জানাই প্রিয় কবি।
-
Md. Rayhan Kazi ১৭/০২/২০২২অনন্য
-
জে এস এম অনিক ১৭/০২/২০২২আল্লাহ আকবার।