সাম্প্রদায়িক
কুরআন হাদিস মেনে চললে
তারা সাম্প্রদায়িক ডাকে
সাম্প্রদায়িকতা নয় কারো অবিধা
জীবন চলার বাঁকে।
আল ইসলাম আল্লাহর দেয়া
একমাত্র আদ-দ্বীন
মনোনীত করেছে মহান প্রভু
যে পথে চলে মুমিন।
বিশ্বাসীরা মন দিয়ে দ্বীনকে মানে
রয় দৃঢ় অবিচল
জীবন-সম্পদ ক্ষতির পরেও তারা
কিছুতে নয় দুর্বল।
ভরসা করো আল্লাহর উপর
অন্যের মদদ ছাড়া
পরের উপর আশা ছেড়ে
নিজের পায়ে দাঁড়া।
খেয়ে পরে বাঁচো সবাই
প্রাপ্ত রিজিক দিয়ে
সত্য প্রচার করতে থাকো
তাঁরই শক্তি নিয়ে।
কুরআন মতে চললে তোমায়
কেউবা গালি দেয়
ভাগ্যাহত বলেই তারা, করে
কথার অপচয়।
দয়ার দিলে কোমল স্বরে
সোহাগ সুরে ডাক
গালি দিয়ে যে কষ্ট দেয়
তারে প্রেমেতে রাখ।
তুমি তো নও সাম্প্রদায়িক
যদিও লোকেরা বলে
তুমি কুরআনের আহবায়ক
আছো আসল দলে।
লেখা: ২৮-মার্চ-২০২১
তারা সাম্প্রদায়িক ডাকে
সাম্প্রদায়িকতা নয় কারো অবিধা
জীবন চলার বাঁকে।
আল ইসলাম আল্লাহর দেয়া
একমাত্র আদ-দ্বীন
মনোনীত করেছে মহান প্রভু
যে পথে চলে মুমিন।
বিশ্বাসীরা মন দিয়ে দ্বীনকে মানে
রয় দৃঢ় অবিচল
জীবন-সম্পদ ক্ষতির পরেও তারা
কিছুতে নয় দুর্বল।
ভরসা করো আল্লাহর উপর
অন্যের মদদ ছাড়া
পরের উপর আশা ছেড়ে
নিজের পায়ে দাঁড়া।
খেয়ে পরে বাঁচো সবাই
প্রাপ্ত রিজিক দিয়ে
সত্য প্রচার করতে থাকো
তাঁরই শক্তি নিয়ে।
কুরআন মতে চললে তোমায়
কেউবা গালি দেয়
ভাগ্যাহত বলেই তারা, করে
কথার অপচয়।
দয়ার দিলে কোমল স্বরে
সোহাগ সুরে ডাক
গালি দিয়ে যে কষ্ট দেয়
তারে প্রেমেতে রাখ।
তুমি তো নও সাম্প্রদায়িক
যদিও লোকেরা বলে
তুমি কুরআনের আহবায়ক
আছো আসল দলে।
লেখা: ২৮-মার্চ-২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৩/২০২২অসাধারণ। ধন্যবাদ রইল।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৭/২০২১সাম্প্রদায়িকতা একটা ব্যাধি।
-
তাবেরী ১৮/০৭/২০২১সুন্দর