www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজ্ঞানী সাদিয়া খানম

ফুল যেখানেই ফুটুক সে সুগন্ধ ছড়াবেই
পরের তরে তার কল্যাণ দিয়ে যাবেই।
তেমনি মানব সভ্যতাও মানুষের কল্যাণে
নিজেকে বিলিয়ে দেয় নিঃস্বার্থ নিবেদনে।
এমনি একজন বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী
সাদিয়া খানম নাম তার ব্যাপারে একটু জানি।
পড়াশোনা তার স্যালফোর্ড বিশ্ববদ্যালয়ে
মন দেয় বায়েমেডিকেল সায়েন্স বিষয়ে।
এবং আরো পড়ে চেস্টার বিশ্ববিদ্যালয়ে
জিনোমিক মেডিসিন গুরুত্বপূর্ণ বিষয়ে।
স্বপ্ন তার হবে বিশ্বখ্যাত একজন বিজ্ঞানী
হবে মানুষের সেবায় সবার সেরা কল্যাণী।
করোনা বিধ্বংসী স্প্রে আবিস্কার করলো যখনি
ভলটিক জীবাণুনাশক সারপেসে পেল ধরণী।
দীর্ঘ চিন্তা ও গবেষণার পর সে সফলতা পায়
তার সফলতা বিশ্ববাসীর মুখে হাসি ফোটায়।
যার ব্যবহারে সুরক্ষা দিবে কমপক্ষে চৌদ্দ দিন
টেনশন ফ্রি রবে আর্থিক সাশ্রয় হবে অমলীন।
কঠিন আলঝাইমার্স রোগের ঔষধ আবিষ্কার-
করতে দৃঢ় সংকল্প জাগ্রত করে হৃদয়ে তার।
বিশ্ববাসীকে জীবাণুনাশ করতে দিবে উপহার
সবাই থাকে যেন জীবাণুমুক্ত পরিচ্ছন্ন পরিষ্কার।
বৃটিশ বিজ্ঞানী সুপ্ত চিন্তার জনপ্রিয় সাদিয়া খানম
স্বাগত জানাই মন থেকে বেঁচে থাকুক জনম জনম॥


লেখা: ০৮-০৭-২০২১ ইংরেজি।
তথ্যসূত্র: বিবিসি নিউজ,নয়াদিগন্ত অনলাইন নিউজ
তারিখ : ০৮-জুলাই-২০২১ ইংরেজি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৫/০৭/২০২১
    Best wishes
  • মেয়েটি বুদ্ধিমতী।
  • Md. Rayhan Kazi ১৪/০৭/২০২১
    বেশ ভালো
  • বিপ্লব খান ১৪/০৭/২০২১
    দারুন কবিতা।
 
Quantcast