www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেতনার বাতিঘর

অভিভাবক তুল্য সকলের প্রিয় শাহ্ আব্দুল হান্নান
আদর্শিক মূল্যবোধে অনুভবে অনুরণে সেরা মহীয়ান।
জীবনের মূল্যবান সময় ব্যয়ে করেছেন ইসলাম প্রচার
জ্ঞানে গুণে আমলে আখলাকে ছিলেন সমৃদ্ধ সমাহার।
দাওয়াতে দ্বীন আলোর বীন ছিল যাঁর জীবনের লক্ষ্য
গড়েনি কখনো অনৈতিকতার সাথে সম্পর্ক কিবা সখ্য।
বিনম্র স্বভাব মিষ্টি কথন উদার মনোভাব অহিংস চিন্তা
হাত বাড়াতেন হাসি মাখা মুখে দিয়ে হৃদয়ের মমতা।
হাসি মাখা মুখে লুকায়িত ছিল আহা!কত ভালোবাসা
কথায় ও কাজে লেখনির মাঝে ফুটিয়েছে সেই প্রত্যাশা।
সরকারী উচ্চ পদে থেকেও ছিলেন নিরহংকারী নির্লোভ
কারো প্রতি কোন কাজে ছিল না অভিযোগ অথবা ক্ষোভ।
বহু বইয়ের প্রণেতা তিনি নিরলস লিখেছেন অবিরত
সেই বই পড়ে অনুপ্রেরণা জাগে পাঠকের হৃদয়ে সতত।
দার্শনিক অর্থনীতিবীদ ছিলেন সমাজ সেবক ও গবেষক-
দ্বীনি শিক্ষা বিস্তারে নানা কোর্স ও ট্রেনিংয়ের আয়োজক।
পূত পবিত্র এমন দরদী চলে যাওয়া মানে অপূরণীয় ক্ষতি
তাঁর রেখে যাওয়া কর্মে ফিরে পাক সবাই জীবনের গতি।
প্রতিভাবান ন্যায় নীতির নির্ভীক সৈনিক সদা সত্যেরাকর
মানবতার কাছে তিনি হলেন আজীবন চেতনার বাতিঘর॥


লেখা: ১৩-জুন-২০২১
বিশিষ্ট ইসলামী চিন্তবীদ শাহ্ আব্দুল হান্নান স্মরণে কবিতাটি লেখা।
জন্ম: ১৯৩৯, ০১ জানুয়ারী, মৃত্যু: ২০২১, ০২ জুন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast