www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পতিপ্রেম

সাজসজ্জায় অপরুপ সাজবে
মাত্র স্বামীর জন্য
পলকে পলকে তাকিয়ে রবে
তবেই সে ধন্য।


মিষ্টি হাসিতে বলবে কথা
পতিকে খুশি করে
তারই প্রয়োজন পূরণ দেখে
মনটা তার ভরে।


পতির সেবায় হবে অনুগত
প্রশ্নাতীত ভাবে
দ্বীনের বিধান যথার্থ মানবে
স্রষ্টা রাজি হবে।


রান্না চুলায় ডাকছে পতি
আসতে হবে দৌড়ে
সুখি দম্পতির নমুনা তা
রবে না বিবাদ নীড়ে।


পতি প্রেমে গতি পাবে
নির্মল মমতায়
এগিয়ে যাবে বহু দূর
পরশ ছোঁয়ায়।


কৃষক যেমন ক্ষেত খামারে
করে চাষবাস
পত্নি পতি তারই মতন
করবে বসবাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
  • কৃতজ্ঞ কবি বন্ধু।
  • ন্যান্সি দেওয়ান ১০/০৭/২০২১
    Onek Sundor
    • কবি ন্যান্সি দেওয়ান সামিরার উপস্থিতি সত্যিই আনন্দের॥
      শুভেচ্ছা অবিরাম।
  • সুন্দর লেখা পড়ে মুগ্ধ
  • খুবই সুন্দর পতি প্রেমের কাব‌্য।কবিকে শুভেচ্ছা।
  • সুন্দর লেখনী।
  • পঙ্কজ সূত্রধর ০১/০৬/২০২১
    সুন্দর ছন্দ।
  • বাহ বেশ ছন্দময় কবি দা
  • ফয়জুল মহী ০১/০৬/২০২১
    অসাধারণ কথামালা
 
Quantcast