পতিপ্রেম
সাজসজ্জায় অপরুপ সাজবে
মাত্র স্বামীর জন্য
পলকে পলকে তাকিয়ে রবে
তবেই সে ধন্য।
মিষ্টি হাসিতে বলবে কথা
পতিকে খুশি করে
তারই প্রয়োজন পূরণ দেখে
মনটা তার ভরে।
পতির সেবায় হবে অনুগত
প্রশ্নাতীত ভাবে
দ্বীনের বিধান যথার্থ মানবে
স্রষ্টা রাজি হবে।
রান্না চুলায় ডাকছে পতি
আসতে হবে দৌড়ে
সুখি দম্পতির নমুনা তা
রবে না বিবাদ নীড়ে।
পতি প্রেমে গতি পাবে
নির্মল মমতায়
এগিয়ে যাবে বহু দূর
পরশ ছোঁয়ায়।
কৃষক যেমন ক্ষেত খামারে
করে চাষবাস
পত্নি পতি তারই মতন
করবে বসবাস।
মাত্র স্বামীর জন্য
পলকে পলকে তাকিয়ে রবে
তবেই সে ধন্য।
মিষ্টি হাসিতে বলবে কথা
পতিকে খুশি করে
তারই প্রয়োজন পূরণ দেখে
মনটা তার ভরে।
পতির সেবায় হবে অনুগত
প্রশ্নাতীত ভাবে
দ্বীনের বিধান যথার্থ মানবে
স্রষ্টা রাজি হবে।
রান্না চুলায় ডাকছে পতি
আসতে হবে দৌড়ে
সুখি দম্পতির নমুনা তা
রবে না বিবাদ নীড়ে।
পতি প্রেমে গতি পাবে
নির্মল মমতায়
এগিয়ে যাবে বহু দূর
পরশ ছোঁয়ায়।
কৃষক যেমন ক্ষেত খামারে
করে চাষবাস
পত্নি পতি তারই মতন
করবে বসবাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৩/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৭/২০২১কৃতজ্ঞ কবি বন্ধু।
-
ন্যান্সি দেওয়ান ১০/০৭/২০২১Onek Sundor
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৬/২০২১সুন্দর লেখা পড়ে মুগ্ধ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৬/২০২১খুবই সুন্দর পতি প্রেমের কাব্য।কবিকে শুভেচ্ছা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৬/২০২১সুন্দর লেখনী।
-
পঙ্কজ সূত্রধর ০১/০৬/২০২১সুন্দর ছন্দ।
-
আলমগীর সরকার লিটন ০১/০৬/২০২১বাহ বেশ ছন্দময় কবি দা
-
ফয়জুল মহী ০১/০৬/২০২১অসাধারণ কথামালা