কাবিন নামা
ভাবছো তুমি ঘুরতে যাবে সঙ্গে নিয়ে আমায়
কাবিন নামা সাথে নিও মনটা আমার ভাবায়।
কোন্ রিসোর্টে যাবে তুমি এন্ট্টি করিও ঠিক
দুষ্ট লোকের কবলে পড়লে হেনস্থা করবে ঠিক।
টিকটিকিরা পিছনে পিছনে রয় যে সারাক্ষণ
ঘাড় মটকাতে বসে আছে খুঁজে সময় ক্ষণ।
ঝোপ বুঝে কোপ মারে যারা যত্ত অমানুষ
হেদায়েত করে আল্লাহ তাদের ফিরিয়ে দিক হুঁস।
শুনছো তুমি বুঝছো তুমি আমার কথা গুলো
এমন কাজ করতে গিয়ে কানে দিয়ো না তুলো।
প্রকৃতির ঐ হিমেল বাতাসে মনটা জুড়াতে
যেতে কে না চায় দোষটা শুধু আমার বেলাতে।
তবু বলি কাবিন নামার অনেক করে কপি
নিজের সাথে রাখতে হবে ভুল করো না সখি।
ভুল করিলে পড়তে হবে ঐ যে মহা বিপদে
বলতো দেখি সেই বিপদটা কারা ঠেকাবে।
যাবো এবার কাজির কাছে আনতে কাবিন নামা
কাজি এখন কোথায় আছে ঠিকানাটা নাই জানা।
ফোনটা কানে ধরে কাজি বলে হ্যালো হ্যালো
এত আগের কাবিন নামা কোথায় পাই বলো?
কাবিন নামা সাথে নিও মনটা আমার ভাবায়।
কোন্ রিসোর্টে যাবে তুমি এন্ট্টি করিও ঠিক
দুষ্ট লোকের কবলে পড়লে হেনস্থা করবে ঠিক।
টিকটিকিরা পিছনে পিছনে রয় যে সারাক্ষণ
ঘাড় মটকাতে বসে আছে খুঁজে সময় ক্ষণ।
ঝোপ বুঝে কোপ মারে যারা যত্ত অমানুষ
হেদায়েত করে আল্লাহ তাদের ফিরিয়ে দিক হুঁস।
শুনছো তুমি বুঝছো তুমি আমার কথা গুলো
এমন কাজ করতে গিয়ে কানে দিয়ো না তুলো।
প্রকৃতির ঐ হিমেল বাতাসে মনটা জুড়াতে
যেতে কে না চায় দোষটা শুধু আমার বেলাতে।
তবু বলি কাবিন নামার অনেক করে কপি
নিজের সাথে রাখতে হবে ভুল করো না সখি।
ভুল করিলে পড়তে হবে ঐ যে মহা বিপদে
বলতো দেখি সেই বিপদটা কারা ঠেকাবে।
যাবো এবার কাজির কাছে আনতে কাবিন নামা
কাজি এখন কোথায় আছে ঠিকানাটা নাই জানা।
ফোনটা কানে ধরে কাজি বলে হ্যালো হ্যালো
এত আগের কাবিন নামা কোথায় পাই বলো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুয়েল হক ১৯/০৫/২০২১অসাধরন লিখছেন প্রিয় কবি
-
নীলা ০৮/০৪/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২১ছন্দে মন
দোলে আনন্দে! -
এম এম হোসেন ০৭/০৪/২০২১বাহ
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৪/২০২১সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৪/২০২১excellent!!!!
-
মাহতাব বাঙ্গালী ০৭/০৪/২০২১সমসাময়িক বিষয়ের উপর সুন্দর কবিতা লিখেছেন; পাঠে ভালো লেগেছে প্রিয়কবি সতত
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২১অনুপম শব্দ বিন্যাসে কাব্যানুভূতির অনন্য প্রকাশ কবি।