www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুনিয়াদ

ইসলাম একটি সত্য পথ
আছে পাঁচটি বুনিয়াদ
আল্লাহ রাসূল দ্বীন মানলে
পায় ঈমানের স্বাদ।

হজ্জ মুসলমানদের বিশ্ব মেলা
পবিত্রতার জন্য যাকাত
মুমিনদের জন্য দৈনিক ফরজ
পাঁচ ওয়াক্ত সালাত।

রমজানে সবাই করে আমল
আবশ্যিক রোজা
শরীয়তের বিধান প্রতিপালন
একেবারেই সোজা।

মুমিন দাবীদার পরিপূর্ণ ভাবে
ইসলামে প্রবেশ করে
শয়তানের পদাংক নয় অনুসরণ
সঠিক পথটা ধরে।

তোমার জন্য অপেক্ষা করছে
সুখময় জান্নাত
তোমার জন্য শ্রেষ্ঠ পুরষ্কার তুমি
রাসূলের উম্মাত।

দুনিয়াটা আখিরাতের একটি
সাজানো শষ্যক্ষেত
বাঁচবে মরবে আল্লাহর জন্য
নয় কোন বিচ্ছেদ।

সালাত ছাড়া ঈমান নাই
পবিত্রতা তার চাবি
একাগ্রচিত্তে তা পালন করা
মুমিন জীবনের দাবী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast