পশুতুল্য
হিংস্র পশু তুল্য
কুকুর বিড়ালের
থেকেও অধম
লম্পট লোক গুলো
কুৎসিৎ মনোভাবে
লোলুপ দৃষ্টিতে
ধর্ষণ করে যায়
মনের খায়েস মিটায়।
শিশু থেকে নারী
এদের হাত থেকে
রেহাই নাহি পায়
প্রৌঢ় থেকে বৃদ্ধা
এদের কুনজরে পড়ে
দুর্ধর্ষ ডাকাতের হাতে
ইজ্জত লুণ্ঠিত হয়ে
মান সম্মান হারায়।
যে সব কুলাঙ্গার
রক্ষক হয়ে তারা
ধর্ষক সাজে যারা
ক্ষমতার আশ্রয় খোঁজে
শক্তি ও সাহস পায়
কে আছে তাদের ঠেকায়?
ধর্ষিতার বুক ফাটে
তার নীরব কান্নায়।
এদের ধরে ধরে এনে
আইন কানুন মেনে
সবার সামনে
সবাই মিলে
তৎক্ষনাৎ মৃত্যুদন্ড দিলে
ধর্ষণ নামক মহামারী
বন্ধ হবার এটাই হবে
সুনির্দিষ্ট সঠিক উপায়।
কিছুতেই এদের জন্য
দয়া মায়া নয়
বিচারকের অন্তরে থাকে
যেন আল্লাহর ভয়
শাস্তির এমন দৃষ্টান্ত
স্বচোক্ষে দেখবে দেশবাসী
যাতে দাঁড়াতে না হয় শেষ-
বিচারের কাঠ গড়ায়।
আদব কায়দা শিখাতে
বাড়াতে নৈতিক মূল্যবোধ
ঐশী বিধানের আলোকে
জাগাতে চরিত্রবোধ
সুষ্ঠু সংস্কৃতির বিকাশে
তাড়াতে সকল অপকীর্তি
থাকে যেন আকছার
কতৃত্বশীলদের মনোভাবনায়।
কুকুর বিড়ালের
থেকেও অধম
লম্পট লোক গুলো
কুৎসিৎ মনোভাবে
লোলুপ দৃষ্টিতে
ধর্ষণ করে যায়
মনের খায়েস মিটায়।
শিশু থেকে নারী
এদের হাত থেকে
রেহাই নাহি পায়
প্রৌঢ় থেকে বৃদ্ধা
এদের কুনজরে পড়ে
দুর্ধর্ষ ডাকাতের হাতে
ইজ্জত লুণ্ঠিত হয়ে
মান সম্মান হারায়।
যে সব কুলাঙ্গার
রক্ষক হয়ে তারা
ধর্ষক সাজে যারা
ক্ষমতার আশ্রয় খোঁজে
শক্তি ও সাহস পায়
কে আছে তাদের ঠেকায়?
ধর্ষিতার বুক ফাটে
তার নীরব কান্নায়।
এদের ধরে ধরে এনে
আইন কানুন মেনে
সবার সামনে
সবাই মিলে
তৎক্ষনাৎ মৃত্যুদন্ড দিলে
ধর্ষণ নামক মহামারী
বন্ধ হবার এটাই হবে
সুনির্দিষ্ট সঠিক উপায়।
কিছুতেই এদের জন্য
দয়া মায়া নয়
বিচারকের অন্তরে থাকে
যেন আল্লাহর ভয়
শাস্তির এমন দৃষ্টান্ত
স্বচোক্ষে দেখবে দেশবাসী
যাতে দাঁড়াতে না হয় শেষ-
বিচারের কাঠ গড়ায়।
আদব কায়দা শিখাতে
বাড়াতে নৈতিক মূল্যবোধ
ঐশী বিধানের আলোকে
জাগাতে চরিত্রবোধ
সুষ্ঠু সংস্কৃতির বিকাশে
তাড়াতে সকল অপকীর্তি
থাকে যেন আকছার
কতৃত্বশীলদের মনোভাবনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০সুন্দর গুছিয়ে লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/১১/২০২০ধর্ষকরা পশুতুল্য।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/১১/২০২০অসাধারণ লেখনি।
-
Md. Jahangir Hossain ০৩/১১/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৩/১১/২০২০চমৎকার লিখনশৈলী
-
হাজেরা কোরেশী অপি ০৩/১১/২০২০ভালো লাগলো কবি আপনার কবিতা টি পড়ে। ভালো থাকেন চিরন্তন।