সত্যের সৈনিক
লজ্জাবতীর লজ্জা আছে
লজ্জা নাই নাস্তিকের
লজ্জা বিনে জীবন ওদের
গড়ে ওঠে মিথ্যার ধাঁচে।
বিদ্বেষী মনোভাবে হিংসা
ছড়িয়ে দেয় নিরবধি
ওরা শয়তানের প্রতিনিধি
অন্তর জুড়ে তাদের জিঘাংসা।
প্যাঁচাপ্যাঁচি করে আর বলে
ইসলাম তাদের জ্বালা
এবার ধ্বংসের পালা
তেনা প্যাঁচায় দলে দলে।
দাঁদুড়ে করে যায় বাদুড়ে
কুল কিনারা পায়না
বিবেকও ভাবায় না
গেল গেল বলে আহারে!
দাঁতাল দাঁতন করে চলে
দেখে সত্য জ্বলে উঠে
সুরভিত ফুল ফোটে
এই ভয়ে বুক টলমলে।
ইসলাম দিক হতে দিগন্তে
প্রসারিত বিকশিত অবিরত
আলোকিত গুঞ্জরিত কল্লোলিত
হারিয়ে যায় সত্যের অনন্তে।
ওরে! নাস্তিক হয়েছে ঢের
এবার থাম ঝরাস না ঘাম
খ্যাতিতে অম্লান তোদের দুর্নাম
জেগেছে নির্ভীক সৈনিক সত্যের।
আর নয় মিথ্যার আস্ফালন
আর নয় অবিশ্বাস হাসপাতাল
তোদের অবস্থা এমনিই টালমাটাল
ঐ দেখ তাকিয়ে সত্যের জাগরণ।
তাদের আছে চ্যানেল মিডিয়া
কুলাঙ্গারদের কুচিন্তার ছায়া
বিবসন চায় চোখে নেই হায়া
সত্যান্বেষী নয় ছাড় উঠ জাগিয়া।
লজ্জা নাই নাস্তিকের
লজ্জা বিনে জীবন ওদের
গড়ে ওঠে মিথ্যার ধাঁচে।
বিদ্বেষী মনোভাবে হিংসা
ছড়িয়ে দেয় নিরবধি
ওরা শয়তানের প্রতিনিধি
অন্তর জুড়ে তাদের জিঘাংসা।
প্যাঁচাপ্যাঁচি করে আর বলে
ইসলাম তাদের জ্বালা
এবার ধ্বংসের পালা
তেনা প্যাঁচায় দলে দলে।
দাঁদুড়ে করে যায় বাদুড়ে
কুল কিনারা পায়না
বিবেকও ভাবায় না
গেল গেল বলে আহারে!
দাঁতাল দাঁতন করে চলে
দেখে সত্য জ্বলে উঠে
সুরভিত ফুল ফোটে
এই ভয়ে বুক টলমলে।
ইসলাম দিক হতে দিগন্তে
প্রসারিত বিকশিত অবিরত
আলোকিত গুঞ্জরিত কল্লোলিত
হারিয়ে যায় সত্যের অনন্তে।
ওরে! নাস্তিক হয়েছে ঢের
এবার থাম ঝরাস না ঘাম
খ্যাতিতে অম্লান তোদের দুর্নাম
জেগেছে নির্ভীক সৈনিক সত্যের।
আর নয় মিথ্যার আস্ফালন
আর নয় অবিশ্বাস হাসপাতাল
তোদের অবস্থা এমনিই টালমাটাল
ঐ দেখ তাকিয়ে সত্যের জাগরণ।
তাদের আছে চ্যানেল মিডিয়া
কুলাঙ্গারদের কুচিন্তার ছায়া
বিবসন চায় চোখে নেই হায়া
সত্যান্বেষী নয় ছাড় উঠ জাগিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/১০/২০২০অসামান্য প্রিয় কবি।
-
আব্দুর রহমান আনসারী ২৮/১০/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৮/১০/২০২০অনেক অনেক ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১০/২০২০দারুন