রাসূলের সম্মান
রাসূল প্রেমিক যাদের দাবি
তারা কেন নীরব ভাই?
রাসূলের অপমানে তার হৃদয়ে
কোন কষ্ট লাগে নাই?
মুসলমান রক্ষা করবে সর্বদা
প্রিয় রাসূলের সম্মান,
জীবন যাবে সম্পদ যাবে তবুও
নয় রাসূলের অপমান।
প্রচন্ড যন্ত্রনায় রক্ত ক্ষরণ হবে
স্ফুলিঙ্গ হবে ঈমান,
প্রতিবাদ প্রতিরোধ না ইবা করি
আমি কেমন মুসলমান?
রাসূলের দুশমন কখনো নয়
মুসলমানদের বন্ধু,
ব্যথা বেদনায় জর্জরিত তারা
মনটা বিষাদসিন্ধু।
এই বিষাদকে শক্তিতে এনে
জাগ্রত হোক ঈমানদার,
রাজপথ প্রকম্পিত করবে জনতা
বিদ্রোহী বিপ্লবী এবার।
রাসূলের সম্মান রক্ষা করা
মূলত সবার কাজ,
সইবে না কিছুতেই মুমিনগণ
যদি থাকে মনে লাজ।
ওরে দুশমন তোর শয়তানি মন
দ্রুত কর দমন,
মুসলিম সমাজে শত্রু হয়ে তুই
রবি জনম জনম।
হেদায়েত পেতে সঠিক ভাবে
তওবা করে ফিরে আয়,
তওবা অতি প্রিয় প্রভুর কাছে
গ্রহণ করে স্নেহ মমতায়।
তারা কেন নীরব ভাই?
রাসূলের অপমানে তার হৃদয়ে
কোন কষ্ট লাগে নাই?
মুসলমান রক্ষা করবে সর্বদা
প্রিয় রাসূলের সম্মান,
জীবন যাবে সম্পদ যাবে তবুও
নয় রাসূলের অপমান।
প্রচন্ড যন্ত্রনায় রক্ত ক্ষরণ হবে
স্ফুলিঙ্গ হবে ঈমান,
প্রতিবাদ প্রতিরোধ না ইবা করি
আমি কেমন মুসলমান?
রাসূলের দুশমন কখনো নয়
মুসলমানদের বন্ধু,
ব্যথা বেদনায় জর্জরিত তারা
মনটা বিষাদসিন্ধু।
এই বিষাদকে শক্তিতে এনে
জাগ্রত হোক ঈমানদার,
রাজপথ প্রকম্পিত করবে জনতা
বিদ্রোহী বিপ্লবী এবার।
রাসূলের সম্মান রক্ষা করা
মূলত সবার কাজ,
সইবে না কিছুতেই মুমিনগণ
যদি থাকে মনে লাজ।
ওরে দুশমন তোর শয়তানি মন
দ্রুত কর দমন,
মুসলিম সমাজে শত্রু হয়ে তুই
রবি জনম জনম।
হেদায়েত পেতে সঠিক ভাবে
তওবা করে ফিরে আয়,
তওবা অতি প্রিয় প্রভুর কাছে
গ্রহণ করে স্নেহ মমতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/১০/২০২০শরীরের প্রতিটি রক্ত রাসূলকে ভালোবাসে আর ভালোবেসে যাবে
-
ফয়জুল মহী ২৭/১০/২০২০Love rasul
-
হাজেরা কোরেশী অপি ২৭/১০/২০২০খুবই সুন্দর ভাবে আমাদের প্রিয় রাসূলের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। ভালো থাকেন চিরন্তন।
-
আব্দুর রহমান আনসারী ২৭/১০/২০২০Excellent
-
শ.ম. শহীদ ২৭/১০/২০২০অসামান্য সুন্দর কাব্যকথায় মুগ্ধ হয়েছি।