হায়রে মুসলিম
বিশ্ব ব্যাপী মুসলিম বিদ্বেষের
নেই কি কোন শেষ?
ঈমান হারা কাফের তারা
বিশ্বের নানা দেশ।
কুরআন ছিঁড়ে আগুন ধরিয়ে
করে কলিজায় আঘাত,
ব্যথাতুর বেদনায় দিবস রাত
মনেতে আঁকে রেখাপাত।
হায়রে মুসলিম তোমার সম্মুখে
এ কি হাল কুআনের!
জৌলুস হারিয়ে আজ দুর্বল
করে রেখেছ ঈমানের।
বিশ্ব জাহান তোমার করতলে
থাকবে শাসন ভার,
ভোগ বিলাসে কেবলই মত্ত
আঘাত বারংবার।
ওরে বেহুঁশ কবে হবে হুঁশ
কবে আসবে জৌলুস,
কুরআন তোমার মুক্তির দিশা
তোমাকে করবে নির্দোষ।
আর কত ঝরাবে লহু
মুসলিম তার,
লহু ঝরলেও ভরসা কর
উপর আল্লার।
কুরআন নিয়ে খেলছে খেলা
দাও গো হেদায়াত,
নইলে তুমি শক্তি যোগাও
মুমিনের দুই হাত।
নেই কি কোন শেষ?
ঈমান হারা কাফের তারা
বিশ্বের নানা দেশ।
কুরআন ছিঁড়ে আগুন ধরিয়ে
করে কলিজায় আঘাত,
ব্যথাতুর বেদনায় দিবস রাত
মনেতে আঁকে রেখাপাত।
হায়রে মুসলিম তোমার সম্মুখে
এ কি হাল কুআনের!
জৌলুস হারিয়ে আজ দুর্বল
করে রেখেছ ঈমানের।
বিশ্ব জাহান তোমার করতলে
থাকবে শাসন ভার,
ভোগ বিলাসে কেবলই মত্ত
আঘাত বারংবার।
ওরে বেহুঁশ কবে হবে হুঁশ
কবে আসবে জৌলুস,
কুরআন তোমার মুক্তির দিশা
তোমাকে করবে নির্দোষ।
আর কত ঝরাবে লহু
মুসলিম তার,
লহু ঝরলেও ভরসা কর
উপর আল্লার।
কুরআন নিয়ে খেলছে খেলা
দাও গো হেদায়াত,
নইলে তুমি শক্তি যোগাও
মুমিনের দুই হাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০২/১০/২০২০অনন্য লেখনশৈলী।
-
পি পি আলী আকবর ০১/১০/২০২০সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৯/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ৩০/০৯/২০২০Excellent