www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তি নাই

ঘটনার পর ঘটনা ঘটবে ঘটতে থাকবে
কেউ কেউ প্রতিবাদও করবে
শ্লোগানে শ্লোগানে রাজপথ কাঁপবে
আবার কেউ কেউ মুখে ফেনা তুলে
গলা ফাটিয়ে চিৎকার করবে
বিচার চাই বিচার চাই বিচার চাই।


কেউ বা আবার মনে মনে ঘৃণা করবে
চা দোকানে আড্ডাখানায় আলোচনা
চলবে
খবরের কাগজে মোটা অক্ষরে হেড
লাইন হবে
বড় বড় কলামে ফিচার লিখবে কিন্তু
কোথাও কোন প্রতিকার নাই প্রতিকার নাই।


ভুক্তভোগী বিভীষিকাময় বেদন ব্যথায়
গুমরে কাঁদবে
ভারাক্রান্ত হয় বাংলার আকাশ বাতাস
বহু কষ্টে দিন কাটায় পরিবার পরিজন
দেশের জনগণ
বুক ফাটে কিন্তু তারা স্বৈরাচারী ক্ষমতার
কাছে অক্ষম
কিছু কুলাঙ্গার অসভ্য ওরা নর্দমার কীট
থেকেও অধম
নরাধম নরপিশাচ নারী খাদক হিংস্র ধর্ষক
তোদের রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই।


আমাদের সরকার কঠোর হওয়া দরকার
যদি নৈতিকতার শুভ্র পরিবেশ ফিরিয়ে
আনতে হয়
সততার পোশাকে আবৃত পবিত্র মানুষ তৈরী
করতে হয়
সকল অন্যায় অপরাধের বিচার করা চাই
নইলে কারো মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast