মুক্তি নাই
ঘটনার পর ঘটনা ঘটবে ঘটতে থাকবে
কেউ কেউ প্রতিবাদও করবে
শ্লোগানে শ্লোগানে রাজপথ কাঁপবে
আবার কেউ কেউ মুখে ফেনা তুলে
গলা ফাটিয়ে চিৎকার করবে
বিচার চাই বিচার চাই বিচার চাই।
কেউ বা আবার মনে মনে ঘৃণা করবে
চা দোকানে আড্ডাখানায় আলোচনা
চলবে
খবরের কাগজে মোটা অক্ষরে হেড
লাইন হবে
বড় বড় কলামে ফিচার লিখবে কিন্তু
কোথাও কোন প্রতিকার নাই প্রতিকার নাই।
ভুক্তভোগী বিভীষিকাময় বেদন ব্যথায়
গুমরে কাঁদবে
ভারাক্রান্ত হয় বাংলার আকাশ বাতাস
বহু কষ্টে দিন কাটায় পরিবার পরিজন
দেশের জনগণ
বুক ফাটে কিন্তু তারা স্বৈরাচারী ক্ষমতার
কাছে অক্ষম
কিছু কুলাঙ্গার অসভ্য ওরা নর্দমার কীট
থেকেও অধম
নরাধম নরপিশাচ নারী খাদক হিংস্র ধর্ষক
তোদের রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই।
আমাদের সরকার কঠোর হওয়া দরকার
যদি নৈতিকতার শুভ্র পরিবেশ ফিরিয়ে
আনতে হয়
সততার পোশাকে আবৃত পবিত্র মানুষ তৈরী
করতে হয়
সকল অন্যায় অপরাধের বিচার করা চাই
নইলে কারো মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই।
কেউ কেউ প্রতিবাদও করবে
শ্লোগানে শ্লোগানে রাজপথ কাঁপবে
আবার কেউ কেউ মুখে ফেনা তুলে
গলা ফাটিয়ে চিৎকার করবে
বিচার চাই বিচার চাই বিচার চাই।
কেউ বা আবার মনে মনে ঘৃণা করবে
চা দোকানে আড্ডাখানায় আলোচনা
চলবে
খবরের কাগজে মোটা অক্ষরে হেড
লাইন হবে
বড় বড় কলামে ফিচার লিখবে কিন্তু
কোথাও কোন প্রতিকার নাই প্রতিকার নাই।
ভুক্তভোগী বিভীষিকাময় বেদন ব্যথায়
গুমরে কাঁদবে
ভারাক্রান্ত হয় বাংলার আকাশ বাতাস
বহু কষ্টে দিন কাটায় পরিবার পরিজন
দেশের জনগণ
বুক ফাটে কিন্তু তারা স্বৈরাচারী ক্ষমতার
কাছে অক্ষম
কিছু কুলাঙ্গার অসভ্য ওরা নর্দমার কীট
থেকেও অধম
নরাধম নরপিশাচ নারী খাদক হিংস্র ধর্ষক
তোদের রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই।
আমাদের সরকার কঠোর হওয়া দরকার
যদি নৈতিকতার শুভ্র পরিবেশ ফিরিয়ে
আনতে হয়
সততার পোশাকে আবৃত পবিত্র মানুষ তৈরী
করতে হয়
সকল অন্যায় অপরাধের বিচার করা চাই
নইলে কারো মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ৩০/০৯/২০২০বাহ্ চমৎকার
-
অমিতাভ স্বর্ণকার ২৯/০৯/২০২০কঠোর বাস্তবের ছবি ফুটে উঠেছে এই কবিতায়।
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৯/২০২০চমৎকার প্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৯/২০২০মুগ্ধ হলেম।
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২০পাঠে অপার মুগ্ধতা রাশি রাশি।