www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুটেফুল

পাপের স্তুপের ভিতর থেকে হঠাৎ
বের হয়ে আসা যেমন সহজ নয়
মনে যদি না জাগে আল্লাহর ভয়
পুষ্পকাননে ফুটে ফুল অকস্মাৎ।


চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কঠিন শপথ
ফিরবে না আর কখনো পূর্ব কাজে
ডর ভয় মনে ঐ কাজ লাগে বাজে
ঈমান আলোতে সাজাবে ভবিষ্যত।


মৃত গাছে ফুল যেমন অবাক লাগে
মহান আল্লাহ কীই না করতে পারে
হেদায়াতের পথ দেখিয়ে দেন যারে
তার মননে সত্যিকার ঈমান জাগে।


যে ঈমান অসংকোচে সাহসী মনে
আমৃত্যু সত্যকে এগিয়ে নিতে প্রত্যয়
যেন কোন ভাবে না ঘটে এর ব্যত্যয়
ঝেড়ে ভয় ফুরফুরে রয় সুখময় লগ্নে।


মরা গাছে ফুল ফুটলে কেন হাঁসফাঁস
তার সৌন্দর্য উপভোগ করো সানন্দে
গাঁথ মালা করে উজালা কাব্যিক ছন্দে
কেউ ফিরে আসলে করো না উপহাস।


ওকুপ মেনে কথা বলে অপরে শিখাও
ভাল কাজে পায় যেন অবিরত উৎসাহ
ঐহিক ঐশ্বর্য ভুলে নিখাদ বিলাও স্নেহ
ঋতানৃত অনুভবে চাক্ষুষ ঋতি দেখাও।


ধরণীটা কারো জন্য নয় আসল ঠিকানা
বিত্ত বৈভব শ্রদ্ধা সম্মান ক্ষণিকের জন্য
পেয়েছে যে সে নিজেকে মনে করে ধন্য
এসব কিছু কেবলই মিছে মিছে বাহানা।


পৃথিবী নামক ক্যামেরার সামনে অভিনয়
বিকশিত দিনমণি বিবরণ করছে ভিডিও
অদৃশ্য মালাক নিয়মিত করছে রেকর্ড ও
সকলে সৃষ্টিকর্তাকে অন্তর থেকে কর ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast