লকডাউন
রোগ থেকে বাঁচতে রাখি
সোস্যাল ডিসট্যান্স,
পাপ থেকে বাঁচতে মনে
রাখি কনফিডেন্স।
নিজের সুরক্ষার জন্য মেনে
চলি স্বাস্থ্যবিধি,
মনে রাখি সবসময় আমরা
স্রষ্টার প্রতিনিধি।
মরণের জন্য লেখা আছে
নির্দিষ্ট সময়,
পাপ হতে সুরক্ষায় রাখ
অন্তরে ভয়।
জীবনের প্রতি মুহুর্তে পরো
তাক্বয়ার গাউন,
পাপের সীমানা থেকে করো
নিজেকে লকডাউন।
সোস্যাল ডিসট্যান্স,
পাপ থেকে বাঁচতে মনে
রাখি কনফিডেন্স।
নিজের সুরক্ষার জন্য মেনে
চলি স্বাস্থ্যবিধি,
মনে রাখি সবসময় আমরা
স্রষ্টার প্রতিনিধি।
মরণের জন্য লেখা আছে
নির্দিষ্ট সময়,
পাপ হতে সুরক্ষায় রাখ
অন্তরে ভয়।
জীবনের প্রতি মুহুর্তে পরো
তাক্বয়ার গাউন,
পাপের সীমানা থেকে করো
নিজেকে লকডাউন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৮/২০২০বেশ হয়েছে।
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৮/২০২০বেশ সুন্দর প্রকাশ
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২০দুর্দান্ত সাবলীল উপস্থাপন ।