ফাগুন
ফাগুন
ফাগুনের আগুনে প্রভাত আলোতে আলোকিত ধরা
ফুলের সুবাসিত ঘ্রাণে সুখানন্দে জেগে উঠে পাড়া।
দিকে দিকে ঐ শুনা যায় বয়ে যায় মৌ মৌ আওয়াজ
হলুদাভ সাজেতে সুরভিত মায়াতে সকলি সুখি আজ।
কালো ঐ কুন্তলা সাজানো ফুলতলা লাগে মনোরম
নানা রঙে আঁখিদ্বয় ডেকে ডেকে পাখি কয় অনুপম।
প্রকৃতির এতো শোভা এতো রুপ যায় না তা ভোলা
সবুজাভ সমারোহে নব নব আবহে সুখ হৃদয়ে তোলা।
কুহুতানে পাখিকুল ভরিয়ে দুকূল ডাকিতে করে না ভুল
শালিক পাপিয়া দোয়েল ময়না টিয়া ডাকে ঐ বুলবুল।
এতো হাসি মনেতে ঘরে ও বাইরে নর ও নারীতে
যুগলে যুগলে বাহির হয় পরিয়া হলুদাভ শাড়িতে।
সবুজ বনানী কাড়ে মনোহারিণী ভাসিয়া সুখের দোল
বাতাসে বাতাসে ঐ শোনা যায় প্রকৃতিতে হাসির রোল।
নিক্কন বাজিয়ে চুপি চুপি পদভারে কারা যেনো কথা কয়
প্রিয়তি ঐ আসে পুলকিত মন ভাসে ধরিতে দুহাত বাড়ায়।
প্রকৃতির কবিতা
১৭-০২-২০২০
ফাগুনের আগুনে প্রভাত আলোতে আলোকিত ধরা
ফুলের সুবাসিত ঘ্রাণে সুখানন্দে জেগে উঠে পাড়া।
দিকে দিকে ঐ শুনা যায় বয়ে যায় মৌ মৌ আওয়াজ
হলুদাভ সাজেতে সুরভিত মায়াতে সকলি সুখি আজ।
কালো ঐ কুন্তলা সাজানো ফুলতলা লাগে মনোরম
নানা রঙে আঁখিদ্বয় ডেকে ডেকে পাখি কয় অনুপম।
প্রকৃতির এতো শোভা এতো রুপ যায় না তা ভোলা
সবুজাভ সমারোহে নব নব আবহে সুখ হৃদয়ে তোলা।
কুহুতানে পাখিকুল ভরিয়ে দুকূল ডাকিতে করে না ভুল
শালিক পাপিয়া দোয়েল ময়না টিয়া ডাকে ঐ বুলবুল।
এতো হাসি মনেতে ঘরে ও বাইরে নর ও নারীতে
যুগলে যুগলে বাহির হয় পরিয়া হলুদাভ শাড়িতে।
সবুজ বনানী কাড়ে মনোহারিণী ভাসিয়া সুখের দোল
বাতাসে বাতাসে ঐ শোনা যায় প্রকৃতিতে হাসির রোল।
নিক্কন বাজিয়ে চুপি চুপি পদভারে কারা যেনো কথা কয়
প্রিয়তি ঐ আসে পুলকিত মন ভাসে ধরিতে দুহাত বাড়ায়।
প্রকৃতির কবিতা
১৭-০২-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২০/০২/২০২০অনন্য ।
-
আনাস খান ২০/০২/২০২০অপূর্ব লিখেছেন কবি লেখা পড়ে খুব মুগ্ধ হলাম
-
ফয়জুল মহী ২০/০২/২০২০চমৎকার
ভালো লাগলো । -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২০ভালো