ভাবুন
ভাবুন
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ওরে বুদ্ধিমান! থামাও তোমার নফস
কাজ করে যাও মরণের পরজগতের
আশায়, যাপন করো হিসাব করে,
ফলাফল পাবে তার পরে,
সুবিবেচনার সংজ্ঞায় তুমি হবে গন্য।
ওহে নির্বোধ! খেয়াল খুশিতে চলবে না
নিজেকে নিজের উপর ছাড়বে না,
কাজ না করে কোন কিছু আশা করবে না
যথা নিয়মে চলে জীবনকে করো ধন্য।
সফলতায় সার্থকতায় হোক জীবন অনন্য।
একটি হাদীসের ভাবানুবাদ।
ঢাকা-
১০-০২-২০২০
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ওরে বুদ্ধিমান! থামাও তোমার নফস
কাজ করে যাও মরণের পরজগতের
আশায়, যাপন করো হিসাব করে,
ফলাফল পাবে তার পরে,
সুবিবেচনার সংজ্ঞায় তুমি হবে গন্য।
ওহে নির্বোধ! খেয়াল খুশিতে চলবে না
নিজেকে নিজের উপর ছাড়বে না,
কাজ না করে কোন কিছু আশা করবে না
যথা নিয়মে চলে জীবনকে করো ধন্য।
সফলতায় সার্থকতায় হোক জীবন অনন্য।
একটি হাদীসের ভাবানুবাদ।
ঢাকা-
১০-০২-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২০
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৯/০২/২০২০অসম্ভব সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০২০ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০২/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১৯/০২/২০২০অসাধারণ! মুগ্ধতা রেখে গেলাম। শুভ কামনা রইলো আপনার জন্য
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৯/০২/২০২০ভালো ।
কাজের মধ্যে যদি থাকে মানহীন
তাই বলে মূল্যবান হবে দিনেরজ্বীন
নিয়মকানুন করে চুরি কে হবে ঘ্রণ্য
বাস্তবতা এতটুকু হলো না চিনা------
চমৎকার