করোনা ভাইরাস
করোনা ভাইরাস
বিপদ কিবা রোগ কখন আসে
কেউ জানে না তা
নিজেকে সংযত বিশুদ্ধ করার
এটা চরম বার্তা।
বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম
করোনা ভাইরাস
মৃত্যুর মিছিল ভারী থেকে ভারী
করে প্রমোদ বিলাস।
বিলাসিরা মানে না নিয়ম বিধি
করে যা খুশি তা
মরণ সামনে হাজির জেনেও
চালায় নির্মমতা।
নির্মমতার কোথাও নেই শেষ
চালায় চূড়ান্ত প্রয়াস
প্রকৃতিতে তাই ভেসে এসেছে
করোনা ভাইরাস।
১৮-০২-২০২০
বিপদ কিবা রোগ কখন আসে
কেউ জানে না তা
নিজেকে সংযত বিশুদ্ধ করার
এটা চরম বার্তা।
বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম
করোনা ভাইরাস
মৃত্যুর মিছিল ভারী থেকে ভারী
করে প্রমোদ বিলাস।
বিলাসিরা মানে না নিয়ম বিধি
করে যা খুশি তা
মরণ সামনে হাজির জেনেও
চালায় নির্মমতা।
নির্মমতার কোথাও নেই শেষ
চালায় চূড়ান্ত প্রয়াস
প্রকৃতিতে তাই ভেসে এসেছে
করোনা ভাইরাস।
১৮-০২-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০২/২০২০কথা সত্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০২/২০২০চমৎকার