ভোট
ভোট দিবো খুশি মনে
ভোট কেন্দ্রে গিয়ে,
সৎ যোগ্য প্রার্থিকে
আনবো জিতিয়ে।
শুনেন শুনেন দেশবাসী
শুনেন মন দিয়া,
সঠিকভাবে ভোট দিবেন
যাচাই করিয়া।
আপনার ভোটে যে জিতিবে
করবে ভাল কাজ,
ভালো কাজের প্রতিদানে পাবে
সওয়াবের তাজ।
ভোট কেন্দ্রে গিয়ে,
সৎ যোগ্য প্রার্থিকে
আনবো জিতিয়ে।
শুনেন শুনেন দেশবাসী
শুনেন মন দিয়া,
সঠিকভাবে ভোট দিবেন
যাচাই করিয়া।
আপনার ভোটে যে জিতিবে
করবে ভাল কাজ,
ভালো কাজের প্রতিদানে পাবে
সওয়াবের তাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০১/২০২০অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০১/২০২০ভালো হয়েছে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০১/২০২০ভালো