জীবন যাপন
একজন পুরুষ একজন নারী
যদি থাকে নির্জনে,
তৃতীয়জন শয়তান মিলিয়ে
দেয় অন্তরঙ্গ দুজনে।
বিয়ের আগে কিংবা বিয়ের
পরে কোনো পুরুষজন,
নিজ স্ত্রীর বাহিরে কারো সাথে
করবে না অবৈধ মিলন।
ইসলামী আইনে ইহা জঘন্য
গর্হিত পশুসম কাজ,
বিবেক বুদ্ধি বোধ শক্তি আর
হারায় কেবল লাজ।
মানুষের স্রষ্টা মানুষের জন্যই
দিয়েছেন পর্দার বিধান,
স্রষ্টাই তো তাঁর সৃষ্টির জন্য
হোন দয়ার নিধান।
ওহে নারী সমাজ ওহে পুরুষ
ঈমান করো না বরবাদ,
জমিনে সর্বোচ্চ সম্মান তোমার
কেনো নিচ্ছ অপবাদ?
জৈবিক চাহিদা যদি তোমার
মাঝে জারি করে সমন,
রাসূল বলেন, 'সে যেনো তার
স্ত্রীর কাছে করে গমন'।
পবিত্র দেহ পবিত্র মন ও পোশাক
তোমায় করবে শান্তিময়,
স্রষ্টাকে হাজির জানবে সবসময়
রাখ অন্তরে তাঁরই ভয়।
যা করেছ হয়েছে এবার ঢের
তাওবা করে নাও,
ক্ষমা করেন যিনি তাঁর কাছেই
ক্ষমা বারবার চাও।
তুমি যুবক অর্থের অভাবে
বিয়ে করতে অক্ষম,
রোজার মাধ্যমে জৈবিকতা
নিয়ন্ত্রণ রাখতে সক্ষম।
________________
হাদীসের বাণী অবলম্বনে রচিত।
যদি থাকে নির্জনে,
তৃতীয়জন শয়তান মিলিয়ে
দেয় অন্তরঙ্গ দুজনে।
বিয়ের আগে কিংবা বিয়ের
পরে কোনো পুরুষজন,
নিজ স্ত্রীর বাহিরে কারো সাথে
করবে না অবৈধ মিলন।
ইসলামী আইনে ইহা জঘন্য
গর্হিত পশুসম কাজ,
বিবেক বুদ্ধি বোধ শক্তি আর
হারায় কেবল লাজ।
মানুষের স্রষ্টা মানুষের জন্যই
দিয়েছেন পর্দার বিধান,
স্রষ্টাই তো তাঁর সৃষ্টির জন্য
হোন দয়ার নিধান।
ওহে নারী সমাজ ওহে পুরুষ
ঈমান করো না বরবাদ,
জমিনে সর্বোচ্চ সম্মান তোমার
কেনো নিচ্ছ অপবাদ?
জৈবিক চাহিদা যদি তোমার
মাঝে জারি করে সমন,
রাসূল বলেন, 'সে যেনো তার
স্ত্রীর কাছে করে গমন'।
পবিত্র দেহ পবিত্র মন ও পোশাক
তোমায় করবে শান্তিময়,
স্রষ্টাকে হাজির জানবে সবসময়
রাখ অন্তরে তাঁরই ভয়।
যা করেছ হয়েছে এবার ঢের
তাওবা করে নাও,
ক্ষমা করেন যিনি তাঁর কাছেই
ক্ষমা বারবার চাও।
তুমি যুবক অর্থের অভাবে
বিয়ে করতে অক্ষম,
রোজার মাধ্যমে জৈবিকতা
নিয়ন্ত্রণ রাখতে সক্ষম।
________________
হাদীসের বাণী অবলম্বনে রচিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০ভালো
-
নুর হোসেন ১০/১২/২০১৯যথার্থ কবিতা, চমৎকার লিখেছেন।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৯/১২/২০১৯চমৎকার একটা কবিতা।
-
নাসরীন আক্তার রুবি ০৯/১২/২০১৯ভাল লাগল।
-
আরজু নাসরিন পনি ০৯/১২/২০১৯রোজা শরীর, মন নিয়ন্ত্রণ করতে খুব কার্যকরি। সুন্দর উপদেশের কবিতা।