শ্লীল হরণকারী
শ্লীল হরণকারী-
কারো প্রিয় হতে পারে না
কারো বন্ধু হতে পারে না
কারো স্বজন হতে পারে না
কারো আত্মীয় হতে পারে না
শ্লীল হরণকারী-
সভ্য সমাজের কেউ হতে পারে না
পরিচ্ছন্ন মনের হতে পারে না
পবিত্রও হতে পারে না
সে চতুষ্পদ জন্তু সমতুল্য
কোথাও হতে পারে না তার মূল্য
সে মানবরুপী হিংস্র পশু জ্ঞান শূন্য
তার বিষদাঁত কালোথাবা ভেঙ্গে করো চূর্ণ।
কারো প্রিয় হতে পারে না
কারো বন্ধু হতে পারে না
কারো স্বজন হতে পারে না
কারো আত্মীয় হতে পারে না
শ্লীল হরণকারী-
সভ্য সমাজের কেউ হতে পারে না
পরিচ্ছন্ন মনের হতে পারে না
পবিত্রও হতে পারে না
সে চতুষ্পদ জন্তু সমতুল্য
কোথাও হতে পারে না তার মূল্য
সে মানবরুপী হিংস্র পশু জ্ঞান শূন্য
তার বিষদাঁত কালোথাবা ভেঙ্গে করো চূর্ণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ২৩/০৭/২০১৯বেশ ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৭/২০১৯ভালো।
-
পি পি আলী আকবর ১৬/০৭/২০১৯ভালো
-
তাবেরী ১৫/০৭/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৭/২০১৯বেশ লিখেছেন