www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শহীদী মৃত্যু

তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে
সহিয়া নির্যাতন
চলে গেলে হে প্রিয় স্বজন
প্রভুর কাছে গমন।


তোমায় যারা চরম কষ্ট দিলো
ধ্বংস তাদের অনিবার্য
তুমি হলে বিজয়ী উভয় জগতে
দুঃখই তাদের ধার্য।


তোমায় যারা মন দিয়ে ভালোবাসে
মর্মাহত হয়েছে সবাই
তোমার জন্য কিছুই করতে পারিনি
ক্ষমা করিও হে ভাই।


তোমার মৃত্যু হয়েছে শহীদী মৃত্যু
জালিম রাজার হাতে
মহান প্রভুর দয়া অফুরান
রয়েছে তোমার সাথে।


বিশ্ব মুসলিম তোমার বিদায়ে
পেয়েছে চরম আঘাত
সুদৃঢ় থাকুক সবাই দ্বীনের পথে
যতই আসুক ঘাত প্রতিঘাত।


মুসলিম সদা বিপ্লবী সেনা
দমে যাবার নয়
বাতিলের হাত করবে চুরমার
করবে তাদের শক্তিক্ষয়।


তোমার অধিকার জালিম সরকার
না দিয়ে দিয়েছে কষ্ট
তোমার মূল্যবান জীবনখানী
তিলে তিলে করেছে নষ্ট।


তোমার এই বিষাদ প্রয়াণে
মুসলিম নিত্য ঐক্য রয়
আসবে আসবে নিশ্চয় একদিন
ইসলামের সত্যিকার বিজয়।


শাহাদাৎ তোমার কাম্য ছিলো
হে প্রিয় দ্বীনি ভাই
শহীদী এই পথে বিপ্লবী দুর্বার
মোরাও শহীদী মৃত্যু চাই।


# মিশরের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট হাফেজ
ডক্টর মুহাম্মদ মুরসীকে স্মরণ করে কবিতা লিখা। মৃত্যুঃ ১৭-০৬-১৯।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast