www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বাস বিশ্বাস

মরণ তো হবে একদিন সবাই জানে
সে জন‌্য কি নিয়েছে প্রস্তুত?
কারো কাছে কথাটা অদ্ভুত;
তবুও কাজটি সত‌্য ও নিখুঁত;
সন্দেহাতীত তা মানতেই হবে মনেপ্রাণে,
অবিশ্বাস যেনো দৃঢ় না হয় নির্বোধ বোধণে।


মৃত্যুর পর আবার হবে পুনর্জীবন
এ জীবনের সব হিসাব দিতে;
যার যা পাওনা তা নিতে;
সঠিকভাবে পুরষ্কার জিততে;
দ্বিতীয়বার জীবন দান নৈতিক প্রয়োজন,
তবে বিশ্বাস খাঁটি হোক নয় টলটলায়মান।


সত্যবাদীদের বিশ্বাস খুবই মজবুত
ভালোর জন্য ভালোটা;
অভালোর জন্য মন্দটা;
নির্ধারিত আছে যতটা;
কড়াগন্ডায় হিসাব হবে নির্ভেজাল নিখুঁত,
সুতরাং সঠিক পথ থেকে না হই বিচ্যুত।


বিশ্বাস না করেই হতে চায় মহান
অপরের অধিকার হরণ;
অন্যায় তাদের বড়ই আপন;
অপরাধেই করে জীবন যাপন;
অতপর পরকাল বুঝেও না বুঝার ভান,
মানুক না মানুক তবুও ফের আসবে প্রাণ।


অবিশ্বাসীরা এ ব্যাপারে সন্দেহ প্রবণ
দুর্বলকে করে নির্যাতন;
মানে না আইন শাসন;
হিংসুটে মনে কুআচরণ;
সত্যের টুঁটি ধরে করে যায় বারণ
পরকালে বিশ্বাসহীনতাই বড় কারণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লিখন মাহমুদ ২০/০৬/২০১৯
    অসাধারন
  • আনাস খান ১৭/০৬/২০১৯
    অনেক ভাল লেগেছে
 
Quantcast