নুসরাত
নষ্ট মানুষ ভ্রষ্ট মানুষ
চারিদিকে আজ
আগুন দিয়ে পুড়ছে মানুষ
হারিয়ে সব লাজ।
মুখোশধারী পোশাকধারী
চেহারাতে শ্মস্রু
সমগ্র দেশ কাঁদছে কেবল
ঝরায় চোখের অশ্রু।
মিষ্টি মুখের সৃষ্ট হাসি
নামটি তার নুসরাত
সুচরিত্রের আলোক দিয়ে
আনবে সুপ্রভাত।
গড়তে জীবন সাজাবে বলে
পড়তে গেল মাদ্রাসায়
দুশ্চরিত্রের হুজুরটা তারে
ডাকলো খাস কামরায়।
নিজ হুজুরের কর্মকান্ডের
করতে গিয়ে প্রতিবাদ
আগুন দিয়ে মারতে হুজুর
জীবন করলো বরবাদ।
সেই মেয়েটির আগামীদিনের
ভেঙ্গে দিলো স্বপ্ন স্বাধ
ওই আগুনে ঝলসে গিয়ে
গ্রহণ করলো মৃত্যু স্বাদ।
সহ শিক্ষা এই কারণে
ইসলামের বিপরীত
শয়তান মনে কুমন্ত্র দেয়
দূর করতে হিতাহীত।
পশুত্বকে দমন করে হও
সবাই মূল মানুষ
আল্লাহর ভয় হৃদয়ে গেঁথে
ফিরাও বিবেক হুঁস।
স্বাধীন আমার বাংলাদেশে
অন্যায় নিপাত যাক
সুশাসন সুবিচার সুচেতনা
মুক্তিপাক মুক্তিপাক।
চারিদিকে আজ
আগুন দিয়ে পুড়ছে মানুষ
হারিয়ে সব লাজ।
মুখোশধারী পোশাকধারী
চেহারাতে শ্মস্রু
সমগ্র দেশ কাঁদছে কেবল
ঝরায় চোখের অশ্রু।
মিষ্টি মুখের সৃষ্ট হাসি
নামটি তার নুসরাত
সুচরিত্রের আলোক দিয়ে
আনবে সুপ্রভাত।
গড়তে জীবন সাজাবে বলে
পড়তে গেল মাদ্রাসায়
দুশ্চরিত্রের হুজুরটা তারে
ডাকলো খাস কামরায়।
নিজ হুজুরের কর্মকান্ডের
করতে গিয়ে প্রতিবাদ
আগুন দিয়ে মারতে হুজুর
জীবন করলো বরবাদ।
সেই মেয়েটির আগামীদিনের
ভেঙ্গে দিলো স্বপ্ন স্বাধ
ওই আগুনে ঝলসে গিয়ে
গ্রহণ করলো মৃত্যু স্বাদ।
সহ শিক্ষা এই কারণে
ইসলামের বিপরীত
শয়তান মনে কুমন্ত্র দেয়
দূর করতে হিতাহীত।
পশুত্বকে দমন করে হও
সবাই মূল মানুষ
আল্লাহর ভয় হৃদয়ে গেঁথে
ফিরাও বিবেক হুঁস।
স্বাধীন আমার বাংলাদেশে
অন্যায় নিপাত যাক
সুশাসন সুবিচার সুচেতনা
মুক্তিপাক মুক্তিপাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৩/০৬/২০১৯বাহ সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০১৯বাঃ
-
নাসরীন আক্তার রুবি ১০/০৬/২০১৯কবির কবিতায় মুগ্ধ হলাম।