www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাস বাস বাস

বাস বাস বাস
নির্মম পরিহাস
পথচারীর উপর
চাকা উঠিয়ে
বাঁচতে পালিয়ে যাস।


বলতে পারিস
তুইও পথচারী হয়ে
এভাবে মরিস
তোর পরিবারের কী দশা-ই না হবে
তা কি তুই বুঝতে পারিস?


একটু ভাবিস,
ভালোভাবে গাড়ি চালানি শিখিস
কেউ যেনো কাঁদতে না হয়
কাউকে কাঁদাতে না হয়
বিষয়টি একটু উপলব্দি করিস।


ও হে বাস
আর করিস না এভাবে উপহাস!


বাস বাস বাস
নির্মম পরিহাস
পথচারীর উপর
চাকা উঠিয়ে
বাঁচতে পালিয়ে যাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast