সুখের ঠিকানায়
তরুণ যুবক হারিয়ে যায়
সামাজিক অবক্ষয়,
মা-বাবা অভিভাবক সবাই
হতাশ হয়ে রয়।
নেশা করে অরাজকতা চালায়
সামাজিক বিপদ,
এসব দেখেও না দেখার ভানে
সকলে রয় নিরব।
নিরব থাকায় অপরাধ যেনো
হয়ে গেছে নিয়ম,
অতি উৎসাহী কাজের ফলে
সব কিছুই অনিয়ম।
আর কতকাল চলবে এসব
ওহে সুশীল সমাজ?
অন্যায় রোধে স্রষ্টার বিধান
কায়েম করো নমাজ।
একটি সুন্দর সুষ্ঠু সমাজ
সবাই দেখি চায়,
আসুন সবাই এগিয়ে যাই
সুখের ঠিকানায়।
সামাজিক অবক্ষয়,
মা-বাবা অভিভাবক সবাই
হতাশ হয়ে রয়।
নেশা করে অরাজকতা চালায়
সামাজিক বিপদ,
এসব দেখেও না দেখার ভানে
সকলে রয় নিরব।
নিরব থাকায় অপরাধ যেনো
হয়ে গেছে নিয়ম,
অতি উৎসাহী কাজের ফলে
সব কিছুই অনিয়ম।
আর কতকাল চলবে এসব
ওহে সুশীল সমাজ?
অন্যায় রোধে স্রষ্টার বিধান
কায়েম করো নমাজ।
একটি সুন্দর সুষ্ঠু সমাজ
সবাই দেখি চায়,
আসুন সবাই এগিয়ে যাই
সুখের ঠিকানায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৭/০৩/২০১৯খুবই সুন্দর লিখেছেন
-
মোঃ মুসা খান ০৪/০৩/২০১৯ভালো বিষয়
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৩/২০১৯দারুণ ! দারুণ !!
অভিব্যক্তি
ধন্যবাদ রইল বন্ধু!!!