একুশ মানে
একুশ মানে-
ভাষার জন্য আন্দোলন সংগ্রাম ।
একুশ মানে-
বিপ্লবী চেতনা গৌরব সম্মান ।
একুশ মানে-
কথা বলার পূর্ণ স্বাধীনতা ।
একুশ মানে-
না মানা অন্যের অধীনতা ।
একুশ মানে-
প্রেম ভালোবাসা স্নেহ নন্দন ।
একুশ মানে-
হারানোর বেদনায় অশ্রু ক্রন্দন ।
একুশ মানে-
বাংলার মানুষ সবাই আপন ।
একুশ মানে-
অনন্য সাধারণ প্রেম বন্ধন ।
ভাষার জন্য আন্দোলন সংগ্রাম ।
একুশ মানে-
বিপ্লবী চেতনা গৌরব সম্মান ।
একুশ মানে-
কথা বলার পূর্ণ স্বাধীনতা ।
একুশ মানে-
না মানা অন্যের অধীনতা ।
একুশ মানে-
প্রেম ভালোবাসা স্নেহ নন্দন ।
একুশ মানে-
হারানোর বেদনায় অশ্রু ক্রন্দন ।
একুশ মানে-
বাংলার মানুষ সবাই আপন ।
একুশ মানে-
অনন্য সাধারণ প্রেম বন্ধন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২২/০২/২০১৯বেশ
-
সোহেল রানা আশিক ২২/০২/২০১৯চমৎকার লেখা
-
শামিম ইশতিয়াক ১৯/০২/২০১৯একুশ তুমি প্রেরণা
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০২/২০১৯একুশ আমাদের অহংকার।