www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুপোকাত

একটি সুবিশাল বাগান ,
বাগানে নানা প্রকার গাছপালা সারি সারি ,
বেশ ভাল লাগে দেখতে বাগানটিকে ।
ছায়া ঢাকা মায়াবী , সুগন্ধিত ফুলের সমাহার ।
মোটা তাজা কিছু বৃক্ষ সাঁই দাঁড়িয়ে ।
সরস সুন্দর , আলোকিত প্রতিচ্ছায়া ,
তাকাতেই চোখ জুড়িয়ে যায় ।
মন ভরে যায় , মুগ্ধতা ছড়িয়ে যায় চারিদিকে ।
কিন্তু হিংস্রতায় বিষাক্ত মালির দৃষ্টি ,
সে বাগানে সরস সোজা বৃক্ষগুলো পছন্দ করে না ।
প্রতিহিংসার আগুনে জ্বলে তার হৃদয় ,
যে কোনো প্রকারেই হোক ঐ বৃক্ষগুলো উপড়িয়ে ফেলতে হবে ।
একদিন দেখা গেলো , এক এক করে মালি ,
সেই মনোহারিণী বৃক্ষগুলো কেটে
উজাড় করে ফেলল সেই নয়নাভিরাম বাগানটি ।
সে কতক বৃক্ষের ঢাল পত্র পল্লব নিসাড় করে ,
যাতে তারা কোনো ঝড় তুলতে না পারে ।
সব বৃক্ষরা বিষাদে বেদনায় বুক চাপড়ালো ,
অশ্রু সজল হয়ে বিধ্বস্ত হলো তাদের অবয়ব ,
সেই সরস শক্তিমান বৃক্ষগুলো তাদের জন্য ছিলো প্রেরণার ।
আনত নয়নে তাদের চিত্তে টগবগ করতো বিপ্লবী চেতনার ।
অবশেষে সব বৃক্ষ একতাবদ্ধ হলো ;
এবং মালিকে দিলো সজোরে ধাক্কা ,
তৎক্ষনাৎ মালি পেয়ে গেলো অক্কা ।
বেঁচে থাকা বৃক্ষকূল পেলো নাজাত ,
এমন নিষ্ঠুর নির্দয় মালির হলো করুনভাবে কুপোকাত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast