ফোটাফুল
তুমি আমার মন কাননে একটি ফোটা ফুল,
সে ফুলের সৌরভ নিতে হয় না কভু ভুল।
দৃষ্টি মেলে দীপ্ত চোখে দেখি চারিদিক,
প্রীতির ডোরে বাঁধন হারা, তুমি আমার আশিক।
নিরবধি তুমি আমার হিয়ায়, থাক যে সজীব,
সতেজ শ্যামল থাকে সদা, আমার প্রাণ নির্জীব।
দরুদ পাঠে তৃপ্ত হৃদে, হয় প্রশান্তির বিকাশ,
মুগ্ধ প্রাণে সুপ্ত থাকি, নিতে পারি স্নিগ্ধ নিঃশ্বাস।
তুমি বিনা সুখ যে আমি নাহি খুঁজে পাই,
সুখের ভেলায় ঘুরে বেড়াই দুঃখ নাই নাই।
ভালোবেসে হতে চাই, তোমার জান্নাতেরই সাথী,
জ্বলুক প্রাণে নিত্য সত্য ঈমানেরই বাতি।
সে ফুলের সৌরভ নিতে হয় না কভু ভুল।
দৃষ্টি মেলে দীপ্ত চোখে দেখি চারিদিক,
প্রীতির ডোরে বাঁধন হারা, তুমি আমার আশিক।
নিরবধি তুমি আমার হিয়ায়, থাক যে সজীব,
সতেজ শ্যামল থাকে সদা, আমার প্রাণ নির্জীব।
দরুদ পাঠে তৃপ্ত হৃদে, হয় প্রশান্তির বিকাশ,
মুগ্ধ প্রাণে সুপ্ত থাকি, নিতে পারি স্নিগ্ধ নিঃশ্বাস।
তুমি বিনা সুখ যে আমি নাহি খুঁজে পাই,
সুখের ভেলায় ঘুরে বেড়াই দুঃখ নাই নাই।
ভালোবেসে হতে চাই, তোমার জান্নাতেরই সাথী,
জ্বলুক প্রাণে নিত্য সত্য ঈমানেরই বাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০১/২০১৯দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০১৯বেশ।
-
সাইদ খোকন নাজিরী ২১/০১/২০১৯বেশ ভরপুর।