ঈমানের পরিচয়
সুশান্ত ভোরের আলোতে
নামাজিরা বেরিয়ে পড়ে
জামাআতে শামিল হয়ে
মজবুত একতা গড়ে।
মসজিদে যাওয়ার সময়
প্রতিটি কদমে কদমে
নেকি লেখা হয় বদি কাটা হয়
ফেরেসতাদের কলমে।
ঈমানের পরিচয় পাওয়া যায়
সত্যিকার আমলে
মুসলিম অমুসলিম ব্যবধান
সিজদাই আসলে।
কপট বিশ্বাসী মিথ্যা দাবীদার
যারা করে বসবাস
আশেপাশে আছে এমনি ওরা
পাবে না স্বর্গীয় সুবাস।
নামাজিরা বেরিয়ে পড়ে
জামাআতে শামিল হয়ে
মজবুত একতা গড়ে।
মসজিদে যাওয়ার সময়
প্রতিটি কদমে কদমে
নেকি লেখা হয় বদি কাটা হয়
ফেরেসতাদের কলমে।
ঈমানের পরিচয় পাওয়া যায়
সত্যিকার আমলে
মুসলিম অমুসলিম ব্যবধান
সিজদাই আসলে।
কপট বিশ্বাসী মিথ্যা দাবীদার
যারা করে বসবাস
আশেপাশে আছে এমনি ওরা
পাবে না স্বর্গীয় সুবাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১২/২০১৮shundor
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/১২/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৮ধর্মপ্রেমের চিত্র।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/১২/২০১৮vah