ফলেই বৃক্ষের পরিচয়
সাহসের সাথে পথ চলো
সাবধানে সতর্কতায় কথা বলো।
সত্য সদা মুক্তির পথ দেখায়
অসত্য নিত্য বিপদে ফেলে দেয়।
তিক্ত; তবুও সত্যটাই বলো,
মিথ্যার পোশাক পরোনা, কথাটি শুনো।
স্বর্ণের থালে বিষ রেখে খাবে?
বিষ বিষের ক্রিয়াই দেখাবে।
সাবধানে সতর্কতায় কথা বলো।
সত্য সদা মুক্তির পথ দেখায়
অসত্য নিত্য বিপদে ফেলে দেয়।
তিক্ত; তবুও সত্যটাই বলো,
মিথ্যার পোশাক পরোনা, কথাটি শুনো।
স্বর্ণের থালে বিষ রেখে খাবে?
বিষ বিষের ক্রিয়াই দেখাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/১২/২০১৮দারুণ তো।
-
সাইয়িদ রফিকুল হক ১০/১২/২০১৮ভালো।
-
দীপক কুমার সরকার ১০/১২/২০১৮বেশ সুন্দর কবি।