www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্তি

হে দেশবাসি -
একটু ভাববে না দেশের ভবিষ্যৎ নিয়ে ,
তরুণ তরুণীরা যে হারিয়ে যাচ্ছে ,
গভীর অন্ধকার গহ্বরে তলিয়ে ,
হাবুডুবু খাচ্ছে তো খাচ্ছে ।
পথ হারিয়ে পথভ্রান্ত পথিক ;
কোথায় যে যাচ্ছে পথ অজানা ।


হে পিতামাতা -
একটু চিন্তা করবে না
কলিজার ‌টুকরো সন্তানদের নিয়ে ,
আজ তাদের পকেটে ইয়াবা ।
মোবাইলে পর্ণো ছবি ।
রাতে ঘুমের বড়ি খেয়ে
দুঃচিন্তা নিবারণ করছে ।
মদ গাঁজার নেশা তাদের তাড়াচ্ছে ।
ডিজিটাল ভালোবাসায়---------
চরিত্র হারিয়ে-
মান মর্যাদা খোয়াচ্ছে সর্বত্র ।
শিওরে ল্যাপটপ আর রাত জাগা
পর্ণো ছবি দেখে রাত কাটানো
এমন ভ্রান্ত পথে তাদের পথ চলা
যেনো সুস্থ সংস্কৃতি আজ নির্বাসিত ।
কে দেবে তাদের সঠিক পথের দিশা ।


হে জ্ঞানী গুণী সুশীল সমাজ !
আগামী প্রজন্ম নিয়ে একটু ভাববে না-
কাদের হাতে থাকবে দেশের নেতৃত্ব ?
দুর্নীতি চারদিকে হায়েনার মতো
বিষাক্ত ছোবল দিয়ে যাচ্ছে ।
খুন গুম হত্যার চিত্র আয়নার মতো স্পষ্ট স্বচ্ছ ।
ক্ষদ্র নৃ-গোষ্ঠীর জমিজমা নিয়ে
ছিনিমিনি চলছে তো চলছেই ।
কেউ নেই থামাবার , নিবারণ করবার ।
নারীদের প্রতি অনীহা অবজ্ঞা অবিরাম...
শ্লীলতা লুট করছে পুরুষ নামের কিছু নরপশু ।
পোষাকে আষাকে নেই শালীনতা ,
বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে-
সর্বত্র যেনো এক বিভীষিকাময় আলামত ।
দুর্বলের উপর সবলের নির্যাতন
যেনো থামছেই না ।
আজো বিশ্বজিতেরা প্রকাশ্য
কোপাকুপিতে মারা যাচ্ছে ।
আজো খাদিজারা-
ক্যাম্পাসে হত্যার মুখোমুখি ।
দুশ্চিন্তার কোনো শেষ নেই নিপীড়িত
পরিবার গুলোর .......................


বিপন্ন শান্তি আর ফিরে আসবে না ?
একটু ভাববে না ?
ভাববে না ? ভাববে না ?
ভাববে না ভাববে না ......................
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast