অন্যরকম রাজা
সুবিচার করে না
আজব এক রাজা
সুনীতি গেল মরে
সবকে দিয়ে সাজা ।
রাজার নামে রাজ্যে
শুরু হলো শ্লোগান
তা দমাতে চালায়
গুলি মেশিন গান ।
পাগল হয়ে বকে
সে আবোল তাবোল
ঐ দেশের জনতা
হলো তালবেতাল ।
আজব এক রাজা
সুনীতি গেল মরে
সবকে দিয়ে সাজা ।
রাজার নামে রাজ্যে
শুরু হলো শ্লোগান
তা দমাতে চালায়
গুলি মেশিন গান ।
পাগল হয়ে বকে
সে আবোল তাবোল
ঐ দেশের জনতা
হলো তালবেতাল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/১২/২০১৮সমাজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি কবিতায়
-
Tanju H ৩০/১১/২০১৮চমৎকার লিখা।শুভেচ্ছা রইল।
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/১১/২০১৮বেশ সুন্দর।