আটটি দরোজা
জান্নাতেরই আটটি দরোজা দিয়ে প্রবেশ করবে মুমিনগণ,
যারা জায়নামাজে দাঁড়িয়ে সদা নিবিষ্ট রয় সর্বক্ষণ।
'জান্নাতুল ফিরদাউস' যা সবুজ ঘেরা একটি উদ্যান,
সর্বোৎকৃষ্ট মুমিনদের জন্য তৈরি মহান আল্লাহর সেরা দান।
শান্তি নিবাস আছে যেখানে, যার নাম 'দারুস সালাম',
ডাকবেন প্রভু সেদিকে, যথায় শুধু আরাম আর আরাম।
'সিদরাতুল মুনতাহার' কাছে বসবাসের ঠিকানা 'দারুল মাওয়া',
নিখাদ বিশ্বাসীদের তথায় মুক্ত ভাবে হবে সুশৃংখল যাওয়া।
'আল আদন' রেখেছেন দয়াময় আল্লাহ শাশ্বত বাসস্থান,
আছে নিয়ামত ভরা জান্নাত 'আন নায়িম' যা শুভ্র সুঘ্রাণ।
আল্লাহভীরুদের নিরাপদ স্থান রয়েছে 'মাক্বামিন আমীন',
'দারুল মাক্বামাহ' কষ্ট ক্লান্তি সেখানে রবে না কোনো দিন।
মুমিনদের জন্য 'দারুল খুল্দ' যা অনন্ত কালের শান্তির নীড়,
সম্পর্কটা হবে এমন মধুর চির মজবুত ও চির অচিড়।
যারা জায়নামাজে দাঁড়িয়ে সদা নিবিষ্ট রয় সর্বক্ষণ।
'জান্নাতুল ফিরদাউস' যা সবুজ ঘেরা একটি উদ্যান,
সর্বোৎকৃষ্ট মুমিনদের জন্য তৈরি মহান আল্লাহর সেরা দান।
শান্তি নিবাস আছে যেখানে, যার নাম 'দারুস সালাম',
ডাকবেন প্রভু সেদিকে, যথায় শুধু আরাম আর আরাম।
'সিদরাতুল মুনতাহার' কাছে বসবাসের ঠিকানা 'দারুল মাওয়া',
নিখাদ বিশ্বাসীদের তথায় মুক্ত ভাবে হবে সুশৃংখল যাওয়া।
'আল আদন' রেখেছেন দয়াময় আল্লাহ শাশ্বত বাসস্থান,
আছে নিয়ামত ভরা জান্নাত 'আন নায়িম' যা শুভ্র সুঘ্রাণ।
আল্লাহভীরুদের নিরাপদ স্থান রয়েছে 'মাক্বামিন আমীন',
'দারুল মাক্বামাহ' কষ্ট ক্লান্তি সেখানে রবে না কোনো দিন।
মুমিনদের জন্য 'দারুল খুল্দ' যা অনন্ত কালের শান্তির নীড়,
সম্পর্কটা হবে এমন মধুর চির মজবুত ও চির অচিড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/১১/২০১৮খুব ভালো ...
-
দীপঙ্কর বেরা ২৮/১১/২০১৮বাহ
ভালো লিখেছেন -
মনিরুজ্জামান/জীবন ২৭/১১/২০১৮চমৎকার কারুকার্য
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/১১/২০১৮দারুণ লিখেছেন