হাল ছেড়ো না
তিমির রজনী ,
ঘনঘোর অন্ধকার ,
সমুদ্র তরঙ্গ উদ্বেলিত ,
একটি ঢেউ আরেকটি ঢেউয়ের উপর গোঙরিয়ে পড়ে ।
যাত্রিরা দিশেহারা ,
পেরেশান , বিধ্বস্ত , বিষণ্ন , চিন্তিত ,
নিশ্চিহ্ন হওয়ার গভীর খাদের কিনারায় ।
পাপের বিষাক্ত শলাকা মন ফুঁড়ে গেঁথে আছে
সত্য জাহাজের নাবিকেরা নিপীড়িত
কেউ আবার অনৈক্য দলাদলিতে বাক যুদ্ধে লিপ্ত প্রতিনিয়ত ।
জাহাজের হাল ধরার সাহসী নাবিক নেই ;
কিছু নাবিক দিশেহারা
কিছু নাবিক হাল ধরার প্রাণান্তকর চেষ্টায় রত ।
খেয়া পারাপারের ডিঙি তাদের হাতে ।
যতই প্রলয়ঙ্করী ঝড় তুফান আসুক
মিথ্যার ভয়াবহতা যতই বাড়ুক
শত্রু শয়তান চলার বাঁকে বাঁকে বাধাগ্রস্থ যতই করুক
হে নাবিক , তুমি পথ হারিয়ো না
কিছুতেই হতাশ হয়ো না , চিন্তিত হয়ো না ।
সত্যের মশাল জ্বালাতে হাল ছেড়ো না ।
সত্য জাহাজ কিনারে ভিড়বেই ।
আকাশে মেঘ যত গাঢ় হবে ,
পাপ পঙ্কিলতার ঝড় একদিন থামবেই ।
মিথ্যার ঢাল চূর্ণবিচূর্ণ হবেই হবে ।
যাত্রীরা তোমার আলোময় জাহাজে এসে ভিড় করবে ।
সুতরাং হে নাবিক , তুমি হাল ছেড়ো না ।
ঘনঘোর অন্ধকার ,
সমুদ্র তরঙ্গ উদ্বেলিত ,
একটি ঢেউ আরেকটি ঢেউয়ের উপর গোঙরিয়ে পড়ে ।
যাত্রিরা দিশেহারা ,
পেরেশান , বিধ্বস্ত , বিষণ্ন , চিন্তিত ,
নিশ্চিহ্ন হওয়ার গভীর খাদের কিনারায় ।
পাপের বিষাক্ত শলাকা মন ফুঁড়ে গেঁথে আছে
সত্য জাহাজের নাবিকেরা নিপীড়িত
কেউ আবার অনৈক্য দলাদলিতে বাক যুদ্ধে লিপ্ত প্রতিনিয়ত ।
জাহাজের হাল ধরার সাহসী নাবিক নেই ;
কিছু নাবিক দিশেহারা
কিছু নাবিক হাল ধরার প্রাণান্তকর চেষ্টায় রত ।
খেয়া পারাপারের ডিঙি তাদের হাতে ।
যতই প্রলয়ঙ্করী ঝড় তুফান আসুক
মিথ্যার ভয়াবহতা যতই বাড়ুক
শত্রু শয়তান চলার বাঁকে বাঁকে বাধাগ্রস্থ যতই করুক
হে নাবিক , তুমি পথ হারিয়ো না
কিছুতেই হতাশ হয়ো না , চিন্তিত হয়ো না ।
সত্যের মশাল জ্বালাতে হাল ছেড়ো না ।
সত্য জাহাজ কিনারে ভিড়বেই ।
আকাশে মেঘ যত গাঢ় হবে ,
পাপ পঙ্কিলতার ঝড় একদিন থামবেই ।
মিথ্যার ঢাল চূর্ণবিচূর্ণ হবেই হবে ।
যাত্রীরা তোমার আলোময় জাহাজে এসে ভিড় করবে ।
সুতরাং হে নাবিক , তুমি হাল ছেড়ো না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/১১/২০১৮বাহ সুন্দর
-
তাবেরী ১২/১১/২০১৮সুন্দর