সতর্ক হই
মোরা জীবন চালাবো সর্বদা সাবধানে সন্তর্পণে
জান মালের হিফাজত করেনযিনি , আছেন সুবিশাল আসনে ।
মম প্রাণ ভরে যাক পাক সাফ পবিত্রতায় ,
মেনে নিবো তাঁর বিধান আন্তরিকতায় ,
লইবো তাঁরে উঁচু শীরে অকাট্য চেতনায় ।
হোক সবাই আলোকিত কুরআনের স্বচ্ছ আয়নায় ,
সেই ভাবে সাজাই সংসার সুগভীর ভালোবাসায় ।
নইলে হারাবো সবই , একটু অবহেলায় ,
সেদিন কেউ কারো বোঝা বইবে না হায় !
লিখিত আছে সব বিস্তৃত ভাবে ঐশী কিতাবে ,
মনটা দৃঢ় থাকুক সকল অবস্থায় সহনীয়ভাবে ।
জান মালের হিফাজত করেনযিনি , আছেন সুবিশাল আসনে ।
মম প্রাণ ভরে যাক পাক সাফ পবিত্রতায় ,
মেনে নিবো তাঁর বিধান আন্তরিকতায় ,
লইবো তাঁরে উঁচু শীরে অকাট্য চেতনায় ।
হোক সবাই আলোকিত কুরআনের স্বচ্ছ আয়নায় ,
সেই ভাবে সাজাই সংসার সুগভীর ভালোবাসায় ।
নইলে হারাবো সবই , একটু অবহেলায় ,
সেদিন কেউ কারো বোঝা বইবে না হায় !
লিখিত আছে সব বিস্তৃত ভাবে ঐশী কিতাবে ,
মনটা দৃঢ় থাকুক সকল অবস্থায় সহনীয়ভাবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ১৬/১১/২০১৮বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/১১/২০১৮Valo