www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সতর্ক হই

মোরা জীবন চালাবো সর্বদা সাবধানে সন্তর্পণে
জান মালের হিফাজত করেনযিনি , আছেন সুবিশাল আসনে ।
মম প্রাণ ভরে যাক পাক সাফ পবিত্রতায় ,
মেনে নিবো তাঁর বিধান আন্তরিকতায় ,
লইবো তাঁরে উঁচু শীরে অকাট্য চেতনায় ।
হোক সবাই আলোকিত কুরআনের স্বচ্ছ আয়নায় ,
সেই ভাবে সাজাই সংসার সুগভীর ভালোবাসায় ।
নইলে হারাবো সবই , একটু অবহেলায় ,
সেদিন কেউ কারো বোঝা বইবে না হায় !
লিখিত আছে সব বিস্তৃত ভাবে ঐশী কিতাবে ,
মনটা দৃঢ় থাকুক সকল অবস্থায় সহনীয়ভাবে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ
    • কবিতাটি পাঠে মন্তব্য দেয়ার জন্য
      কবিকে ধন্যবাদ জানাই। তবে, কবিতাটিতে
      লেখকের পুরো নামটি আছে যদি রহস্যটি উৎঘাটন
      করতে পারতেন......... হা হা হা ।
  • Valo
    • কবিতাটি পাঠে মন্তব্য দেয়ার জন্য
      কবিকে ধন্যবাদ জানাই। তবে, কবিতাটিতে
      লেখকের পুরো নামটি আছে যদি রহস্যটি উৎঘাটন
      করতে পারতেন......... হা হা হা ।
 
Quantcast