জামাল খাসোগি
স্তব্ধ, স্তম্ভিত বিশ্ব সমাজ!!
নৃশংস এই ঘটনায়,
অনিয়ম আর অন্যায়ের
সাহসী প্রতিবাদ করায়।
তুমি শাসক মহা শক্তিধর-
মনে করেছ তোমার উপরে কেহ নাই আর-
পূঞ্জিভূত পাপের বোঝা-
'তিনিই' যদি প্রকাশ করে দেন
কে ঠেকাবে তা আবার?
জেগেছে বিশ্ব জেগেছে বিবেক
হে হত্যাকারি হও সাবধান,
এ কি! বিবেকবোধের কাজ?
'একজনকে হত্যা করা মানে-
সমগ্র মানুষকে হত্যা করার শামিল।'
জামাল খাসোগিকে হত্যাই প্রমাণ করে-
জনগণের উপর কতো করো অত্যাচার?
এবার তোমরা পাবে না, পাবে না নিস্তার।
নৃশংস এই ঘটনায়,
অনিয়ম আর অন্যায়ের
সাহসী প্রতিবাদ করায়।
তুমি শাসক মহা শক্তিধর-
মনে করেছ তোমার উপরে কেহ নাই আর-
পূঞ্জিভূত পাপের বোঝা-
'তিনিই' যদি প্রকাশ করে দেন
কে ঠেকাবে তা আবার?
জেগেছে বিশ্ব জেগেছে বিবেক
হে হত্যাকারি হও সাবধান,
এ কি! বিবেকবোধের কাজ?
'একজনকে হত্যা করা মানে-
সমগ্র মানুষকে হত্যা করার শামিল।'
জামাল খাসোগিকে হত্যাই প্রমাণ করে-
জনগণের উপর কতো করো অত্যাচার?
এবার তোমরা পাবে না, পাবে না নিস্তার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ব্লগার মাহমুদুর রহমান ০৮/১১/২০১৮বিবেক তবে কবে ফিরবে?
-
কামরুজ্জামান সাদ ২৬/১০/২০১৮একজন জামাল খাসোগির মৃত্যু নেতিবাচক বৈশ্বিক গণতন্ত্রের জন্ম দেয়
-
রনি বিশ্বাস ২৫/১০/২০১৮সত্যি সব স্তব্ধ।