www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জামাল খাসোগি

স্তব্ধ, স্তম্ভিত বিশ্ব সমাজ!!
নৃশংস এই ঘটনায়,
অনিয়ম আর অন্যায়ের
সাহসী প্রতিবাদ করায়।


তুমি শাসক মহা শক্তিধর-
মনে করেছ তোমার উপরে কেহ নাই আর-
পূঞ্জিভূত পাপের বোঝা-
'তিনিই' যদি প্রকাশ করে দেন
কে ঠেকাবে তা আবার?


জেগেছে বিশ্ব জেগেছে বিবেক
হে হত্যাকারি হও সাবধান,
এ কি! বিবেকবোধের কাজ?


'একজনকে হত্যা করা মানে-
সমগ্র মানুষকে হত্যা করার শামিল।'


জামাল খাসোগিকে হত্যাই প্রমাণ করে-
জনগণের উপর কতো করো অত্যাচার?
এবার তোমরা পাবে না, পাবে না নিস্তার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast