কবি মতিউর রহমান মল্লিক
প্রিয় কবি মতিউর রহমান মল্লিক
সতীর্থরা তাঁকে ভালোবাসে প্রাণাধিক।
সুস্থ্যধারার সংস্কৃতিই ছিলো তোমার প্রত্যয়
নিজের মতো গড়ে নিলে একটি সাংস্কৃতিক বলয়।
চারিদিকে যখন অপসংস্কৃতির মহাপ্রলয়
তুমিই দেখালে সবাইকে সত্য সুন্দরের পথাশ্রয়।
তোমার মায়াবী হাস্যোজ্জ্বল মুখবয়ব ছিলো দীপ্তিময়
তোমার পরশে হয়ে যেতো সকলি উজ্জ্বলিত জ্যোতির্ময়।
হে কবি প্রীতিময় মতিউর রহমান মল্লিক
তোমার কীর্তি যশ খ্যাতি ছড়িয়ে যাক চৌদিক।
তোমার সুর লহরী ছিলো সুললিত সকলি হতো মুগ্ধ
তোমার পুরো জীবনই ছিলো সুশোভিত সুন্দর পরিশুদ্ধ।
সতীর্থরা তাঁকে ভালোবাসে প্রাণাধিক।
সুস্থ্যধারার সংস্কৃতিই ছিলো তোমার প্রত্যয়
নিজের মতো গড়ে নিলে একটি সাংস্কৃতিক বলয়।
চারিদিকে যখন অপসংস্কৃতির মহাপ্রলয়
তুমিই দেখালে সবাইকে সত্য সুন্দরের পথাশ্রয়।
তোমার মায়াবী হাস্যোজ্জ্বল মুখবয়ব ছিলো দীপ্তিময়
তোমার পরশে হয়ে যেতো সকলি উজ্জ্বলিত জ্যোতির্ময়।
হে কবি প্রীতিময় মতিউর রহমান মল্লিক
তোমার কীর্তি যশ খ্যাতি ছড়িয়ে যাক চৌদিক।
তোমার সুর লহরী ছিলো সুললিত সকলি হতো মুগ্ধ
তোমার পুরো জীবনই ছিলো সুশোভিত সুন্দর পরিশুদ্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ১৭/১০/২০১৮জাতীয় চেতনার কবি মল্লিক ভাই💓
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮চমৎকার