হামদ বারি তাআলা
যাবতীয় তারীফ শুধু , হে প্রভু
তোমার জন্য , সারা জাহানের অধিপতি ;
তিনি দয়ার নিধান , আলোর আধার ।
অধিপতি তিনি , মহান বিচার দিবসের ।
কেবলই তোমার অর্চনা করি ;
তোমারই সহায়তা চাই ;
দেখিয়ে দাও সরল সোজা পথ ;
যেটি ছাড়া আর কোনো পথ নাই ।
তোমার নিয়ামত পেয়ে যারা হয়েছে ধন্য ,
তোমার রাগের সীমানায় যারা হয়নি গন্য ,
হয়নি পথ হারা কখনো কোনো দিন ,
হে প্রভু , দেখাও মোদের , তাদের সেই সোজা পথ ।
________________________________
## ইহা পবিত্র আল কুরআনের প্রথম সূরা আল ফাতিহার ভাবানুবাদ ।
কাব্যাকারে প্রকাশ ।
তোমার জন্য , সারা জাহানের অধিপতি ;
তিনি দয়ার নিধান , আলোর আধার ।
অধিপতি তিনি , মহান বিচার দিবসের ।
কেবলই তোমার অর্চনা করি ;
তোমারই সহায়তা চাই ;
দেখিয়ে দাও সরল সোজা পথ ;
যেটি ছাড়া আর কোনো পথ নাই ।
তোমার নিয়ামত পেয়ে যারা হয়েছে ধন্য ,
তোমার রাগের সীমানায় যারা হয়নি গন্য ,
হয়নি পথ হারা কখনো কোনো দিন ,
হে প্রভু , দেখাও মোদের , তাদের সেই সোজা পথ ।
________________________________
## ইহা পবিত্র আল কুরআনের প্রথম সূরা আল ফাতিহার ভাবানুবাদ ।
কাব্যাকারে প্রকাশ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১২/১০/২০১৮মাশা আল্লাহ
-
আনাস খান ১০/১০/২০১৮অনেক ভাল লেগেছে
ধন্যবাদ -
সাইয়িদ রফিকুল হক ১০/১০/২০১৮ছন্দ আরেকটু শক্তিশালী হলে ভালো হতো।
-
অরন্য রানা ১০/১০/২০১৮আলহামদুলিল্লাহ