ত্যাগিদের প্রতি ভালোবাসা
আল কুরআনের কথা বলে
জীবন দিলো যারা ,
মোদের প্রাণে ভালোবাসায়
বেঁচে আছে তারা ।
সত্য সদা ছিলো যাদের
আসল পরিচয় ,
ন্যায়ের সমাজ করতে কায়েম
ছিলো অকুতোভয় ।
মিথ্যার আগল ভেঙ্গে চুরে
করতে ছারখার
এ প্রত্যয় নিয়ে তারা ছুটে
চলতো বারবার ।
জীবন দিলো যারা ,
মোদের প্রাণে ভালোবাসায়
বেঁচে আছে তারা ।
সত্য সদা ছিলো যাদের
আসল পরিচয় ,
ন্যায়ের সমাজ করতে কায়েম
ছিলো অকুতোভয় ।
মিথ্যার আগল ভেঙ্গে চুরে
করতে ছারখার
এ প্রত্যয় নিয়ে তারা ছুটে
চলতো বারবার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/১০/২০১৮সুন্দর কবিতা। ভালোবাসা নিবেন কবি
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১০/২০১৮মানুষের প্রতি সদা জাগরূক হোক ভালোবাসা।