মাকাল রুপ
মাকাল রুপের মানুষগুলো
দেখতে লাগে তেলতেলে!
অন্তর তাদের বিষে ভরা
কষ্ট দিতেই চোখ মেলে।
মুখে তাদের খৈ ফোটে
মিষ্টি মিষ্টি কথা
কথায় কাজে মিল না পেলে
বুঝা যায়, কঠিন বাস্তবতা।
এমন লোকের কাজ কারবার
এ সমাজে ভরপুর,
এদের সাথে বন্ধু পাতার আগে
ভাবতে হবে প্রচুর।
'দুষ্ট লোকের মিষ্টি কথা'
সবাই যখন জানে,
কায়কারবারে সাবধানতা,
নিতে হবে মনেপ্রাণে।
দেখতে লাগে তেলতেলে!
অন্তর তাদের বিষে ভরা
কষ্ট দিতেই চোখ মেলে।
মুখে তাদের খৈ ফোটে
মিষ্টি মিষ্টি কথা
কথায় কাজে মিল না পেলে
বুঝা যায়, কঠিন বাস্তবতা।
এমন লোকের কাজ কারবার
এ সমাজে ভরপুর,
এদের সাথে বন্ধু পাতার আগে
ভাবতে হবে প্রচুর।
'দুষ্ট লোকের মিষ্টি কথা'
সবাই যখন জানে,
কায়কারবারে সাবধানতা,
নিতে হবে মনেপ্রাণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব ইমতিয়াজ. ২৭/০৯/২০১৮নান্দনিক
-
ডঃ নাসিদুল ইসলাম ২৬/০৯/২০১৮Asadharon
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৯/২০১৮প্রথম স্তবক কবি মোজাম্মেল হকের ‘স্বভাব’ কবিতার অনুলিপি যেন!
-
নৃ মাসুদ রানা ২৬/০৯/২০১৮সুন্দর