নামাজে মনোযোগ রাখার কিছু টিপস
___________________
নামাজে মনোযোগ রাখার কিছু টিপস
___________________
১.তাড়াহুড়া না করে ধীরে ধীরে নামাজ আদায় করুন।
২.বিনয় ও নম্রতার সাথে নামাজে দন্ডায়মান হোন।
৩.আল্লাহকে হাজির ও নাজির জেনে নামাজ সম্পাদন করুন।
৪.আল্লাহর প্রতি পূর্ণ ভয় ও দীনতার সহিত নামাজ আদায় হচ্ছে কি না
তা খেয়াল রাখুন।
৫.এমনভাবে নামাজে দাঁড়ান যেনো আপনি আল্লাহকে দেখেন।
৬.যদি আপনি আল্লাহকে নাও দেখেন কিন্তু আল্লাহ আপনাকে দেখেন এই মানসিকতা পোষণ করুন।
৭.সূরা ফাতিহাসহ আরো অন্য যে সূরা তিলাওয়াত করেন, ছহীহভাবে
তিলাওয়াত হচ্ছে কিনা তা লক্ষ্য করুন।
৮.সূরাগুলোর অর্থ, ভাবার্থ ও নাজিলের প্রেক্ষাপট, তিলাওয়াতের সাথে সাথে যথাসম্ভব মনে মনে কল্পনা করার চেষ্টা করুন।
৯.নামাজে ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলো যথাযথভাবে আদায় হচ্ছে কি না তার প্রতি নজর রাখুন।
১০.যখনি দুনিয়ার কোনো কিছু মনে আসে তাৎক্ষনিক মনে করুন যে, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন।
১১.রুকু ও সিজদাবস্থায় পিঠ এবং ঘাড় সমান্তরাল আছে কি না তা খেয়াল রাখুন।
নামাজে মনোযোগ রাখার কিছু টিপস
___________________
১.তাড়াহুড়া না করে ধীরে ধীরে নামাজ আদায় করুন।
২.বিনয় ও নম্রতার সাথে নামাজে দন্ডায়মান হোন।
৩.আল্লাহকে হাজির ও নাজির জেনে নামাজ সম্পাদন করুন।
৪.আল্লাহর প্রতি পূর্ণ ভয় ও দীনতার সহিত নামাজ আদায় হচ্ছে কি না
তা খেয়াল রাখুন।
৫.এমনভাবে নামাজে দাঁড়ান যেনো আপনি আল্লাহকে দেখেন।
৬.যদি আপনি আল্লাহকে নাও দেখেন কিন্তু আল্লাহ আপনাকে দেখেন এই মানসিকতা পোষণ করুন।
৭.সূরা ফাতিহাসহ আরো অন্য যে সূরা তিলাওয়াত করেন, ছহীহভাবে
তিলাওয়াত হচ্ছে কিনা তা লক্ষ্য করুন।
৮.সূরাগুলোর অর্থ, ভাবার্থ ও নাজিলের প্রেক্ষাপট, তিলাওয়াতের সাথে সাথে যথাসম্ভব মনে মনে কল্পনা করার চেষ্টা করুন।
৯.নামাজে ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলো যথাযথভাবে আদায় হচ্ছে কি না তার প্রতি নজর রাখুন।
১০.যখনি দুনিয়ার কোনো কিছু মনে আসে তাৎক্ষনিক মনে করুন যে, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন।
১১.রুকু ও সিজদাবস্থায় পিঠ এবং ঘাড় সমান্তরাল আছে কি না তা খেয়াল রাখুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০১৮সবাই চেষ্টা করুন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৯/২০১৮অনেক ধন্যবাদ।