পাশাপাশি
বেশি বেশি খেয়ে কারো কারো
করে উদর ব্যথা
কেউবা আবার না খেয়ে না খেয়ে
কাটায় দিন পেট ব্যথায় ।
কেউবা আবার উপভোগে ,
করে কত অপচয় ,
কারো কারো ঘরে আবার
নিত্য অভাব রয় ।
কেউবা থাকে দালান কোঠায়
কেউবা আবার বস্তিখানায়,
দিন মাস বছর তাদের
এভাবে কেটে যায় ।
নিত্য সুখের আরামে যারা
থাকতে ভালোবাসি ,
ভালোবাসার একটু অংশে
রাখি তাদের পাশাপাশি ।
করে উদর ব্যথা
কেউবা আবার না খেয়ে না খেয়ে
কাটায় দিন পেট ব্যথায় ।
কেউবা আবার উপভোগে ,
করে কত অপচয় ,
কারো কারো ঘরে আবার
নিত্য অভাব রয় ।
কেউবা থাকে দালান কোঠায়
কেউবা আবার বস্তিখানায়,
দিন মাস বছর তাদের
এভাবে কেটে যায় ।
নিত্য সুখের আরামে যারা
থাকতে ভালোবাসি ,
ভালোবাসার একটু অংশে
রাখি তাদের পাশাপাশি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৯/২০১৮বেশ
-
অলি শর্ম্মা ১৩/০৯/২০১৮Sundor
-
রুমা চৌধুরী ১৩/০৯/২০১৮খুব ভাল ব্যক্তব্য। সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।
-
প্রসেনজিত সরকার ১৩/০৯/২০১৮সুন্দর