আয়না সখি
আয়না সখি পাখি হয়ে ডানা মেলে
উড়ে ,
বাঁধবো বুকে ভালোবাসার সুতো দিয়ে
তোরে ।
তোমার ছোঁয়ায় পুলক হৃদয় যায় যে শুধু
ভরে ,
তোমার ডাগর চোখের রাঙা আলোয় নজর
কাড়ে ।
নীলাম্বরীর নীলাভ রঙে তোমায় কেবল লাগে
ভাল ,
লালিত্যময় চেহারাতে প্রস্ফুটিত হয়
আলো ।
ও সখি তুই ভালোবাসার কি মূল্য
দিবি না ?
এমন মনের মানুষ কোথাও আর খুঁজে
পাবি না ।
আকাশ সমান মনের মানুষের যে প্রেম
পবিত্র ,
এসোনা দু'জন মিলে গড়ে তুলি সর্বোত্তম
চরিত্র ।
উড়ে ,
বাঁধবো বুকে ভালোবাসার সুতো দিয়ে
তোরে ।
তোমার ছোঁয়ায় পুলক হৃদয় যায় যে শুধু
ভরে ,
তোমার ডাগর চোখের রাঙা আলোয় নজর
কাড়ে ।
নীলাম্বরীর নীলাভ রঙে তোমায় কেবল লাগে
ভাল ,
লালিত্যময় চেহারাতে প্রস্ফুটিত হয়
আলো ।
ও সখি তুই ভালোবাসার কি মূল্য
দিবি না ?
এমন মনের মানুষ কোথাও আর খুঁজে
পাবি না ।
আকাশ সমান মনের মানুষের যে প্রেম
পবিত্র ,
এসোনা দু'জন মিলে গড়ে তুলি সর্বোত্তম
চরিত্র ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিটন বনিক বাবু ১২/০৯/২০১৮সুন্দর
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১২/০৯/২০১৮তোমার ডাগর চোখের রাঙা আলোয় নজর
কাড়ে । -
রাকিব ইমতিয়াজ. ১২/০৯/২০১৮ভালো