শয়তানও বিমর্ষ
জনগণ নিপীড়িত
শিক্ষিতরা লাঞ্চিত
মেধাবীরা রিমান্ডে
রেগেমেগে অধিকারকে
ফাঁসি দেয় ,
অত্যাচারীর কমান্ডে ।
নিজ অধিকার
চাইতে গেলে
গায়ে জ্বালা ধরে
না জানি গদিটা
চলে যায় ,
এই ভয়ে মরে ।
গদির স্বাদ এতই মজা
ছাড়তে কেউ চায় না
গদির ভয়ে মুখ খুলে না
জো হুকুম জাহাঁপনা ।
গণতন্ত্র কবর দিয়ে
চাইতে আসে ভোট
শোষক বলে ,
শোষিতের জন্য
জেলখানা ও কোর্ট ।
মেধাবীর মেধা চূর্ণবিচূর্ণ
হাতুড়ির আঘাতে ,
তা দেখে শয়তানও বিমর্ষ
বিবেকের কষাঘাতে ।
শিক্ষিতরা লাঞ্চিত
মেধাবীরা রিমান্ডে
রেগেমেগে অধিকারকে
ফাঁসি দেয় ,
অত্যাচারীর কমান্ডে ।
নিজ অধিকার
চাইতে গেলে
গায়ে জ্বালা ধরে
না জানি গদিটা
চলে যায় ,
এই ভয়ে মরে ।
গদির স্বাদ এতই মজা
ছাড়তে কেউ চায় না
গদির ভয়ে মুখ খুলে না
জো হুকুম জাহাঁপনা ।
গণতন্ত্র কবর দিয়ে
চাইতে আসে ভোট
শোষক বলে ,
শোষিতের জন্য
জেলখানা ও কোর্ট ।
মেধাবীর মেধা চূর্ণবিচূর্ণ
হাতুড়ির আঘাতে ,
তা দেখে শয়তানও বিমর্ষ
বিবেকের কষাঘাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১১/০৯/২০১৮ভাল লাগল।
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/০৯/২০১৮VALO