ফেইস বুক
ফেইস বুকে ফেইস আছে
নাই তার প্রাণ ,
এ সব ফেইসের জন্য সবার
পাগল পরাণ ।
ফেইস বুক এ কত প্রকার ছবি
প্রদর্শিত হয় ,
সে সব দেখে দেখে সবাই
বিমোহিত হয় ।
কেউ কেউ আবার লেখে কবিতা
হয়ে যায় কবি ,
ভালোবাসার আদান প্রদানে হয়
উচ্ছ্বসিত সবই ।
ইন্টারনেটের দুনিয়ায় কত
নব নব সৃষ্টি ,
শিক্ষা সাহিত্য সভ্যতা বিকাশে
সুমিষ্ট কৃস্টি ।
অজানাকে জানা যায় এই
ফেইস বুকে ,
পরিচয় জানা যায় কত জনের
অন্তরে ঢুকে ।
সুকথা নীতিকথা সত্য কথা
এও জানা যায় ,
মন্দের চোরাকারবারী সকল
গর্তেতে লুকায় ।
ফেইস বুক ভালো আর মন্দের
মিশ্রনের বারতা ,
যে দিকেই মন ফিরাবে সেদিকেই
সবার স্বাধীনতা ।
নাই তার প্রাণ ,
এ সব ফেইসের জন্য সবার
পাগল পরাণ ।
ফেইস বুক এ কত প্রকার ছবি
প্রদর্শিত হয় ,
সে সব দেখে দেখে সবাই
বিমোহিত হয় ।
কেউ কেউ আবার লেখে কবিতা
হয়ে যায় কবি ,
ভালোবাসার আদান প্রদানে হয়
উচ্ছ্বসিত সবই ।
ইন্টারনেটের দুনিয়ায় কত
নব নব সৃষ্টি ,
শিক্ষা সাহিত্য সভ্যতা বিকাশে
সুমিষ্ট কৃস্টি ।
অজানাকে জানা যায় এই
ফেইস বুকে ,
পরিচয় জানা যায় কত জনের
অন্তরে ঢুকে ।
সুকথা নীতিকথা সত্য কথা
এও জানা যায় ,
মন্দের চোরাকারবারী সকল
গর্তেতে লুকায় ।
ফেইস বুক ভালো আর মন্দের
মিশ্রনের বারতা ,
যে দিকেই মন ফিরাবে সেদিকেই
সবার স্বাধীনতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১১/০৯/২০১৮
-
নাদেরা ফারনাছ শিমূল ০৬/০৯/২০১৮সুন্দর হয়েছে।
-
ভার্গব মজুমদার ০৫/০৯/২০১৮অসাধারণ!! দারুন কবিতা লিখেছেন।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/০৯/২০১৮দারুণ
-
PRAMILA DEVI ০৪/০৯/২০১৮খুব ভালো লাগল।
-
মহিউদ্দিন রমজান ০৪/০৯/২০১৮সুন্দর হয়েছে
-
রাকিব ইমতিয়াজ. ০৪/০৯/২০১৮ভালো
ফেস বুকে প্রতিবাদ করা যায়, জনমত গড়ে তোলা যায়।
মানুষ তার নিজের চরিত্র রুচি অনুযায়ী ফেস বুক ব্যবহার করে।
শুভেচ্ছা রইল।